ফতু্ল্লা থেকে: খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে সফরকারী আফগানিস্তান খেলছে প্রস্তুতি ম্যাচ। মাঠ ও মাঠের বাইরে নিরাপত্তা ব্যবস্থা দেখলে মনে হবে আন্তর্জাতিক ম্যাচই বুঝি হচ্ছে এখানে।
মোবাইল ফোনটি ছাড়া অন্য কোনো কিছু সঙ্গে নিয়ে প্রবেশের অনুমতি নেই। পুলিশ-আনসার সদস্য মিলে প্রায় সাড়ে পাঁচশো কর্মী মোতায়েন আছেন স্টেডিয়ামে। বন্দর থানার ওসি (তদন্ত) হারুন-অর-রশিদ দায়িত্ব পালনের ফাঁকে বাংলানিউজকে জানান, ‘দর্শক প্রবেশকালে আমরা তিন স্তরে চেকিং করছি। দর্শক ও খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা। নিরাপত্তায় প্রায় সাড়ে পাঁচশো কর্মী কাজ করছে পুরো স্টেডিয়ামে। ’
সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে অনাকাঙ্খিত কয়েকটি ঘটনার পর বিদেশিদের মাঝে নিরাপত্তা-উদ্বেগ তৈরী হওয়ায় আফগানিস্তান দলকে বিমানবন্দরে পৌঁছার পর থেকেই ভিভিআইপি নিরাপত্তা দেয়া হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সফরকারীরা ঢাকায় পা রাখে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে। নিশ্ছিদ্র নিরাপত্তায় তাদের পৌঁছে দেয়া হয় হোটেল রেডিসনে।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হবে ১ অক্টোবর। তার আগেই ৩০ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। আসন্ন এ দুটি সিরিজ নির্বিঘ্ন করতে সচেষ্ট প্রশাসনের দায়িত্বপ্রাপ্তরা।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস