ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় সুযোগের অপেক্ষায় সালমান বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
দ্বিতীয় সুযোগের অপেক্ষায় সালমান বাট সালমান বাট-ছবি:সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অসাধারণ পারর্ফম করেও সালমান বাট জানেন না জাতীয় দলে আবারও সুযোগ পাবেন কিনা? তবে তিনি আশা করেন ধারাবাহিক পারফরম্যান্স করেই যাবেন।

২০১৫ সালের সেপ্টেম্বরে স্পট ফিক্সিংয়ে নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া লিগে আবারও ফেরেন ৩১ বছর বয়সী বাট।

যেখানে গত বছর ন্যাশনাল ওয়ানডে কাপে ১০৭ গড়ে ৫৩৬ রান করেছিলেন তিনি। আর চলতি বছর এপ্রিল-মে’তে ওডিআই টুর্নামেন্টে পাঁচ ম্যাচে করেছেন ১৩৫ রান।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেও আপন আলোয় উজ্বল ছিলেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ন্যাশনাল টি-২০ কাপে আট ইনিংসে ৩৫০ রান করে হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে বাট বলেন, ‘আমার ফিরে আসার পর প্রতিটি পর্যায়ে আমি ভালো খেলেছি। প্রতিটি সময়ই ছিল উপভোগ্য। ’ অক্টোবরে প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরতে যাওয়া এ তারকা আরও বলেন, ‘আমি জাতীয় দলে নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এমন পারফরম্যান্স ধরে রাখতে চাই, এটাই আমার মূল লক্ষ্য। ’

বাট আরও যোগ করেন, ‘আমি আসলে জানি না বোর্ড আমাকে চাচ্ছে কি না? তবে আমার দুটি ভালো পারফরম্যান্স আছে। প্রকৃতপক্ষে দল যদি ভালো খেলে তবে নিজেকে ফেরানো কঠিন। কেউ যদি খারাপ খেলে সেটি অন্য কথা। দেখি আমার জন্য কখন দরজা খোলে। তবে আমি নিজেকে ফিট ও নিজের রানের চাকা সচল রাখার চেষ্টা করবো। ’

২০১০ সালে লর্ডসে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন বাট। পরে একই বছর ২৬ বছর বয়সে নিষিদ্ধ হন তিনি। সে সময় পর্যন্ত তিনি ৩৩ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ২৪টি টি-২০ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।