ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

জিটিভিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ সরাসরি সম্প্রচার 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
জিটিভিতে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ সরাসরি সম্প্রচার 

ঢাকা: রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের মুখোমুখি আফগানরা।

সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় প্রথম ওয়ানডে শুরু হবে। একই ভেন্যুতে বাকি দু’টি ম্যাচ ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজের (তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট) প্রস্তুতি হিসেবেই আফগানদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে নামবেন মাশরাফি-সাকিব-তামিমরা।

এদিকে, বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পাশাপাশি গাজী টিভির পর্দায় ক্রিকেট নিয়ে একাধিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। সামিয়া আফরিন, মারিয়া নূর এবং শ্রাবন্য তৌহিদার উপস্থাপনায় এই অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ‘ক্রিকেট এক্সট্রা’, ‘ক্রিকেট ম্যানিয়া’ এবং ক্রিকেট হাইলাইটস।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত দু’বার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দু’দলের জয়ই সমান একটি করে। ২০১৪ সালে ফতুল্লায় অনুষ্ঠিত এশিয়া কাপে ৩২ রানে হেরে গিয়েছিল টাইগাররা। আর গত বছর ক্যানবেরার মানুকা ওভালে বিশ্বকাপ ম্যাচে আফগানদের ১০৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।