ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তাসকিন ফেরায় স্বস্তিতে কোচ-অধিনায়ক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
তাসকিন ফেরায় স্বস্তিতে কোচ-অধিনায়ক ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। গতকাল (২৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানায়, তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন বৈধ।

এমন খবরে আনন্দের জোয়ার বয়ে যায় দেশের ক্রিকেটাঙ্গনে।
 
রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডের আগেই তাসকিন বৈধতা পাওয়ায় স্বস্তিতে বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাসকিনের ফেরা প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘তাসকিন ফেরাতে আমি নির্ভার। আমাদের বোলিং আক্রমণে তাসকিন খুবই গুরুত্বপূর্ণ। ’

 
৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করবেন তাসকিন। মাশরাফির আশা, ‘যেখান থেকে তাসকিন শেষ করেছিল সেখান থেকেই শুরু করবে। তাসকিনের মতো স্কিলফুল বোলার দলে থাকা আমাদের জন্য স্বস্তির। ’
 
বাংলাদেশের স্কোয়াডে মাশরাফিসহ চার পেসার। বাকি তিনজন রুবেল হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। ২০১৫ বিশ্বকাপে এই বোলিং অ্যাটাক নিয়েই নেমেছিল বাংলাদেশ। দলের পেস বোলারদের নিয়ে মাশরাফি বলেন, ‘বিশ্বকাপে আমাদের এই অ্যাটাক ছিল। যারা আছি তাদের প্রমাণ করার সুযোগ আছে। যারা এসেছে তাদেরও প্রমাণ করার সুযোগ আছে। আমরা বেস্ট অ্যাটাকেই আছি। ’

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।