ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের সমীহ পাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
বাংলাদেশের সমীহ পাচ্ছে আফগানিস্তান ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি আগামীকাল (২৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের সমীহ পাচ্ছে আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তান।

গতকাল ফতুল্লায় বিসিবি একাদশকে ৬৬ রানে হারিয়ে আগেই টাইগারদের সতকবার্তা দিয়ে রেখেছে আফগানরা। এ মাঠেই ২০১৪ সালের এশিয়া কাপে বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে দিয়েছিল তারা।  

সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতেছে আফগানিস্তান। তাদের এ সাফল্য আমলে নিয়েই সফরকারী দলকে সমীহ করছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
 
শনিবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার কোচ আফগান্তিস্তান দলকে ‘ইমপ্রুভিং সাইড’ বলে উল্লেখ করেন। অন্যদিকে মাশরাফি বলেন, ‘সিরিজটি কঠিন হতেই পারে। শুধু বোলিং আক্রমণই নয়; তাদের দলের প্রতি আমাদের সমীহ থাকবে। ’
 
প্রতিপক্ষ ও তাদের বোলিং আক্রমণকে সমীহ করলেও নিজেদের বোলিং আক্রমণ নিয়েও আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক, ‘আফগানিস্তানের বোলিং অ্যাটাক খুবই ভালো। আমরা বিশ্বাস করি টপ কোয়ালিটির বোলিং অ্যাটাক আমাদের আছে। আমাদের যে শক্তি সে অনুযায়ী খেলতে পারলে ভালো কিছুই হবে। প্রস্তুতি ম্যাচে জেতার সুযোগ ছিল। ২৩৩ এ ওদের অলআউট করেছিল আমাদের বোলাররা। ’ 

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।