ঢাকা: গত বছর ঘরের মাঠে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ে বিশেষ ভূমিকা রেখেছিলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচের এ দুটি সিরিজে মোস্তাফিজ দখল করেন ১৮ উইকেট।
গত এক বছরে বাংলাদেশ দলের বোলিং আক্রমণের অন্যতম ‘অস্ত্র’ হয়ে ওঠা মোস্তাফিজ খেলতে পারছে না রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কাঁধের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এ বাঁহাতি পেসার।
মোস্তাফিজকে ছাড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণ কেমন হবে সেটা নিয়ে হয়তো ভাবতে শুরু করেছেন অনেকেই। তবে এ ব্যাপারে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভাবণাটা একটু আলাদা।
দলের কনিষ্ঠ এ পেসারকে মিস করলেও মোস্তাফিজের স্থান পূরণে যে দলে এসেছেন তার জন্য এটি সুযোগ হিসেবেই দেখছেন মাশরাফি, ‘সত্যি কথা বলতে মোস্তাফিজকে মিস করবো। তবে চ্যালেঞ্জের যে ব্যাপার সেটা তো সবসময়ই থাকে। মোস্তাফিজ দলে থাকলে বোলিংয়ে চ্যালেঞ্জ থাকে না; এমন নয়। তখনও চ্যালেঞ্জ থাকে। ২০১৫ বিশ্বকাপে আমরা যারা খেলেছি; পেস আক্রমণটা তেমনই আছে। যারা দলের বাইরে ছিল তাদের প্রমাণের সুযোগ এটা। আর আমরা যারা আছি তাদের প্রমাণ করার সুযোগ। আমাদের দলে যারা আছে তাদের ভালো করার সামর্থ্য আছে। ’
বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে তাসকিন আহমেদ যোগ হওয়ায় আফগানদের বিপক্ষে টাইগারদের স্কোয়াড এখন ১৪ সদেস্যর। মাশরাফি-তাসকিনের সঙ্গে দলের পেস বিভাগ সামলাবেন রুবেল হোসেন ও শফিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসকে/এমআরএম