ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘টিকিট না পেলে গেটে দাঁড়িয়ে থাকবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
‘টিকিট না পেলে গেটে দাঁড়িয়ে থাকবো’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘টিকিটের জন্য ভোর চার’টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এরপরও যদি টিকিট না পাই তাহলে স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে থাকবো।

’ বলছিলেন কুমিল্লা গৌরিপুর থেকে টাইগারদের খেলা দেখতে আসা আরিফ নামের এক ক্রিকেটপ্রেমী।
 
আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদশ- আফগানিস্তানের মধ্যকার সিরিজ দিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াচ্ছে এদেশের মানুষের প্রাণের খেলা ক্রিকেট। সেই সিরিজের প্রথম ওয়ানডে দেখতে সুদূর কুমিল্লা থেকে ভোর চার’টায় ঢাকায় এসেই টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন আরিফ। গুনে দেখা গেল ৩২৫ জন দর্শকের পরে তার অবস্থান। ৩২৬ নম্বরে আছেন তাই টিকিটের প্রত্যাশা করছেন।

শুধু আরিফই নন। আরিফের মতো আরও বেশ কয়েকজন ক্রিকেটপ্রেমী এসেছেন ঢাকার বাইরে থেকে। তারাও প্রত্যাশা করছেন টিকিট পাবেন এবং ঘরের মাঠে টাইগারদের আরেকটি জয়ের সাক্ষী হবেন।

শুধু ঢাকার বাইরেরই নয়, আছে ঢাকার অগনিত ক্রিকেটপ্রেমী। তারাও লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য।
 
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সিরিজ দিয়ে এবারই প্রথম টিকিট ছাড়া হয়েছে সহজ ডট কম নামের অনলাইনে এবং মিরপুর ১০ নম্বরস্থ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে। যেখান থেকে তারা টাকা দিয়ে হাতে হাতে টিকিটি কিনতে পারবেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিট প্রত্যাশীদের সংখ্যা এত বেড়ে গেছে যে, তাদের অবস্থান নিতে হয়েছে মিরপুর রোকেয়া সরণীতে। সেখানে রোদের মধ্যে তারা টিকিটের জন্য অপেক্ষা করছেন।
 
লাল-সবুজের জয়ের রঙে রঙিন হতে আসা এই টাইগার ক্রিকেট ভক্তরা রোদকে কোনো প্রতিবন্ধকতাই মনে করছেন না। উল্টো লাল-সবুজের পতাকা বুকে ও মাথায় জড়িয়ে বাংলাদেশ বাংলাদেশ চিৎকার করে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাঙ্খিত টিকিটের জন্য।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস
** টিকিটের অপেক্ষায় হাজারো ক্রিকেটপ্রেমী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।