রাজশাহী: রাজশাহীতে ১৮তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে এর উদ্বোধন করা হয়।
ক্রিকেট লিগের উদ্বোধন করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ আম্মেদ সামসুল হুদা কিসলু।
রোববার চার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ও সিলেট বিভাগ।
টসে হেরে ব্যাটে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ ওভারে দুই উইকেটের বিনিময়ে রাজশাহী বিভাগের সংগ্রহ ৮৭ রান। রাজশাহী ও সিলেট বিভাগের অধিনায়কের দায়িত্ব পালন করছেন, যথাক্রমে জহুরুল ইসলাম অমি ও অলক কাপালি।
লিগের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর।
এতে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগ মুখোমুখী হবে একই স্টেডিয়ামে এবং তৃতীয় ও রাজশাহীর শেষ খেলায় ৩০ অক্টোবর রংপুর ও রাজশাহী বিভাগ মুখোমুখি হবে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
এসএস/বিএস