ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় সর্বোচ্চ রানের মালিক শোয়েব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
তৃতীয় সর্বোচ্চ রানের মালিক শোয়েব ছবি: সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় তিন নম্বরে রয়েছেন সিনিয়র অলরাউন্ডার শোয়েব মালিক। দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ২৮ বলে ৩টি চার আর একটি ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন মালিক। আর এই ইনিংসের সুবাদে দেড় হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

তার আগে পাকিস্তানের আরও দুই জন ব্যাটসম্যান এই মাইলফলক স্পর্শ করেছেন। ৮১ ম্যাচ খেলা উমর আকমল ১৬৯০ রান নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭৭ ইনিংস খেলে তিনি ৮টি অর্ধশতকের দেখা পেয়েছেন। আর ৭৭ ম্যাচের ৭৫ ইনিংস খেলা মোহাম্মদ হাফিজ করেছেন দেশটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬১৪ রান। যেখানে তার অর্ধশতকের সংখ্যা ৯টি।

এদিকে, সবশেষ ক্যারিবীয়দের বিপক্ষে খেলতে নামা শোয়েব মালিক ৮১ ম্যাচের ৭৫তম ইনিংস খেলতে নামেন। ১৫০৫ রান করে এখন তিনি পাকিস্তানের টি-টোয়েন্টি ফরমেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মালিকের অধীনে রয়েছে ৫টি অর্ধশতক।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।