ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা (ফাইল ফটো)

মিরপুর থেকে: আর কিছু পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা।

রোববার (২৫ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিন-রাত্রির এ ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১০ মাস বিরতির ইতি হবে এ ম্যাচ দিয়েই। বিরতির চ্যালেঞ্জ উড়িয়ে দুরন্ত শুরুর আশা টাইগারদের।

আইসিসির সহযোগী সদস্য দেশ হলেও আফগানিস্তানকে সমীহ করেই মাঠে থাকবে টাইগাররা। বাংলাদেশের চেয়ে শক্তিতে অনেক পিছিয়ে আফগানরা। তবে, গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৬৬ রানের বড় জয় আত্মবিশ্বাসী করে তুলেছে আসগর স্তানিকজাইয়ের দলকে।  

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও রুবেল হোসেন।

আফগানিস্তান দল:
আসগর স্তানিকজাই (অধিনায়ক), দৌলত জাদরান, হাসমত উল্লাহ শহীদি, মিরওয়াইস আশরাফ, মোহাম্মদ নবী, মোহাম্মদ শাহজাদ, নাজিবুল্লাহ জাদরান, নবীন-উল-হক, রহমত শাহ, রশিদ খান, সাবির নুর।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।