ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ১০ মাসের অপেক্ষা ফুরোলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
টাইগারদের ১০ মাসের অপেক্ষা ফুরোলো ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মিরপুর থেকে: আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টাইগারদের ১০ মাসের আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের অপেক্ষার অবসান হলো। শুধু ওয়ানডে ম্যাচের দীর্ঘসূত্রিতাই নয়, এই সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর ঘরের মাঠে ফিরলো বাংলাদেশের মানুষের প্রাণের খেলা ক্রিকেট।

রোববার (২৫ সেপ্টেম্বর) হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়িয়েছে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে যা দিয়ে প্রায় ১ বছরের ওয়ানডে বিচ্ছেদ কাটালেন মাশরাফি, তমিমরা।
 

টিম বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গেল বছরের নভেম্বরে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ওই সফরে সফরকারীদের ৩-০তেই হারিয়ে বছরের দ্বিতীয় হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছিল লাল-সবুজের দল।
 
এর আগে ওই বছরের এপ্রিলে তিন ম্যাচ সিরজের ওয়ানডের তিনটিতেই পাকিস্তানকে হারিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরু‍সিংহের শিষ্যরা।
 
ওয়ানডে শেষে এবার পালা ১৪ মাসের টেস্ট অপেক্ষার অবসান যা আসছে অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে কাটিয়ে উঠবে টাইগার শিবির।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।