ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আফগান সিরিজেও ভরা গ্যালারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৬
আফগান সিরিজেও ভরা গ্যালারি ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ছয় মাস পর শের-ই-বাংলা স্টেডিয়ামে বসেছে ক্রিকেট উৎসব। ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ টি-টোয়েন্টির পর আর আন্তর্জাতিক ম্যাচ গড়ায়নি এখানে।

অনেক দিনের অপেক্ষার পর দেশের ক্রিকেটপ্রেমিরা পেয়েছেন মাঠে এসে খেলা উপভোগের সুযোগ। প্রতিপক্ষ আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তান হলেও দশর্কের ঘাটতি নেই গ্যালারিতে।

ম্যাচ শুরুর সময় গ্যালারির অর্ধেক অংশই ছিল ফাঁকা। তবে সময় গড়ানোর সাথে সাথে গ্যালারি পূর্ন হচ্ছে কানায় কানায়। দর্শকরা করতালি দিয়ে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন দিবা-রাত্রির ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের।

অন্যান্য সিরিজের তুলনায় এবার দর্শকদের স্বস্তি সহজে টিকিট মেলাতে। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। www.shohoz.com এ পাওয়া যাচ্ছে ম্যাচের টিকিট। অনলাইনে সহজে টিকিট পেয়ে স্বস্তির কথা জানিয়েছেন স্টেডিয়ামে আসা অনেকেই।
         
ধানমন্ডি থেকে খেলা দেখতে আসা ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘অনলাইনে খুব সহজে এবার টিকিট নিতে পেরেছি। টিকিট কেনার ঝক্কি-ঝামেলার কারণে প্রথমে খেলা দেখার ইচ্ছাই ছিল না। যখন জানলাম, অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে বন্ধুরা মিলে সঙ্গে সঙ্গেই টিকিট বুক করলাম। ’

অনলাইন ছাড়াও ম্যাচের দিন সকাল থেকে ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত মিরপুরে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মিলবে ওয়ানডে সিরিজের টিকিট। প্রথম ওয়ানডের টিকিট সুশৃঙ্খলভাবেই বিক্রি হয়েছে ইনডোর স্টেডিয়ামের বুথে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।