ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

যুদ্ধে যেও না, ক্রিকেটে ফেরো: মিয়াঁদাদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
যুদ্ধে যেও না, ক্রিকেটে ফেরো: মিয়াঁদাদ

ঢাকা: বেশ কিছুদিন থেকে আবারো আলোচনায় চলে এসেছে ভারত-পাকিস্তান সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজী না।

আর তাতে প্রচণ্ড চটেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

করাচি থেকে মুঠোফোনে ভারতের আনন্দবাজারকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন জাভেদ মিয়াঁদাদ। ভারত-পাকিস্তানের সিরিজ নিয়ে আলোচনা করতে গিয়ে মিয়াঁদাদ জানান, ‘ভারত আমাদের সঙ্গে না খেললে আমরা জোর করবো না। তাই বলে ভারতীয় ক্রিকেট বোর্ড কি আমাদের মাথা কিনে নিয়েছে। বহু বছর ধরেই তো ভারত আমাদের সঙ্গে খেলছে না। তাতে কেউ ওদের সাধতে যাবে না। ’

সম্প্রতি টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাকিস্তান এক নম্বর দল হিসেবে শীর্ষে অবস্থান করছে। যেখানে ভারতের টেস্ট র‌্যাংকিং দুই। ১১১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান আর এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ভারত। এ প্রসঙ্গে মিয়াঁদাদ জানান, ‘আমরা বিশ্বের এখন এক নম্বর টিম। ভারত র‌্যাংকিংয়ে দুই। এবার সত্যিকারের এক কে, সেটা নিষ্পত্তির জন্য ভারত যদি খেলতে না চায়, ভালো কথা। তাতে আমাদের কিছু যায় আসে না। ’

দুই দেশের লিজেন্ড ক্রিকেটাররা এ ব্যাপারে বোর্ডকে কোনো উপদেশ কিংবা অনুরোধ করবে কি না এ বিষয়ে জানতে চাইলে মিয়াঁদাদ ক্ষোভ ঝেড়ে বলেন, ‘ক্রিকেটাররা কী করবে? এগুলো তো হচ্ছে রাজনীতিবিদদের থেকে। ক্রিকেটারের হাতে কিছুই করার নেই। ১৯৯২ সালে আমরা যখন বিশ্বকাপ ফাইনাল খেলছি, ভারত থেকে প্রচুর সাপোর্ট পেয়েছিলাম। এখন সমস্যা হলো আমাদের হাতে তো কিছু নেই। কে শুনছে আমাদের কথা? সব ঠিক করছে পলিটিশিয়ানরা। আর নিজেদের ধান্দার জন্য বিরোধটা জিইয়ে রাখছে। ’

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান অনুরাগ ঠাকুর জানিয়েছেন, রাজনৈতিক অস্থিরতার মাঝে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনো ক্রিকেট সিরিজ হবে না। এ প্রসঙ্গে মিয়াঁদাদ জানান, ‘ভারতীয় বোর্ডের কথা ছাড়ুন। চিরকাল নিজেদের ধান্দায় তারা পাকিস্তানকে ব্যবহার করেছে। পাকিস্তান সেখানে খেলতে গিয়েছে, তাদের বোর্ড আর্থিকভাবে লাভবান হয়েছে। হোম সিরিজ আয়োজন করে লাভবান হলেও ফিরতি সিরিজে তারা আসেনি। তারা পাকিস্তানে এসে খেলবে স্রেফ এই প্রতিশ্রুতি পেয়েই পাকিস্তান সেখানে খেলতে গিয়েছিল। কিন্তু, কোথায় কী? পাকিস্তানে আসা তো দূরে থাক, ভারত দুবাইয়ে গিয়ে খেলতেও যেতে রাজি হয়নি। আজও তারা বলছে খেলবে না। এটা আর নতুন কথা কী? তারা তো বহু বছরই আমাদের বিপক্ষে খেলছে না। তারা যখন নিজেদের দেশে ওয়ার্ল্ড কাপ করছে, তখন পাকিস্তানকে ব্যবহার করছে। আর ওয়ার্ল্ড কাপ শেষ হয়ে গেলেই আমাদের ছুঁড়ে ফেলে দিচ্ছে। ’

মিয়াঁদাদ আরও যোগ করেন, ‘ক্রিকেট দিয়েই দু’দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে হবে। যুদ্ধ করে কোনো লাভ নেই। যুদ্ধের পরিণতি ভয়ঙ্কর। আমার মতে দু’দেশের মধ্যে দুটো প্রীতি ম্যাচ হোক। সেটা ওয়ানডে হতে পারে আবার টি-টোয়েন্টিও হতে পারে। একটা ম্যাচ হবে পাকিস্তানে, আর একটা হবে ভারতে। কিন্তু দু’দেশেই হতে হবে। ভারতীয় বোর্ডের চিরাচরিত ব্যবহার চলবে না। একবার আমরা যাব, একবার ভারত আসবে। আমার স্লোগান- যুদ্ধে যেও না, ক্রিকেটে ফেরো। ’

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।