ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
সাব্বিরের জরিমানা সাব্বির রহমান-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ চলাকালে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের জন্য জরিমানা করা হয়েছে সাব্বির রহমানকে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তরুণ এ ব্যাটসম্যানকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছে।

এদিন আফগানদের রান তাড়া করার সময় পানি পানের বিরতিরতে ম্যাচ আম্পায়ার শরফুদৌলার দেওয়া এলবিডব্লিউর ব্যাপারে প্রশ্ন তোলেন সাব্বির। আইসিসি’র এক বিবৃতিতে আরও বলা হয় তিনি আম্পায়ারের সঙ্গে অসঙ্গত মন্তব্যও করেন।

ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের কাছে অবশ্য সাব্বির তার দোষ স্বীকার করে নিয়েছেন। তাই আনুষ্ঠানিক ভাবে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এ ধরনের অপরাধে সর্বনিম্ন শাস্তি তিরস্কার করা। আর সর্বোচ্চ অপরাধ ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়া।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।