ঢাকা: যে কোনো সিরিজের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ন। দীর্ঘ ১০ মাস পর ওয়ানডে ক্রিকেটে ফেরা বাংলাদেশ দলের জন্য মহাগুরুত্বপূর্ন ছিল আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
আগামীকাল (২৮ সেপ্টেম্বর) মিরপুরে সফরকারী দলের সঙ্গে দ্বিতীয় ওয়ানডে। এ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা মনে করছেন কঠিন সময় চলে গেছে প্রথম ওয়ানডে জয়ে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘খেলার ভেতর থাকলেও যে কোনো একটা সিরিজের প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ন। প্রথম ম্যাচ জিতে বের হয়ে যেতে পারলে মানসিকভাবে অনেক হালকা থাকা যায়। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচে আমাদের কঠিন সময়ে চলে গেছে। আশা করি পরের ম্যাচে আরেকটু ভালো অবস্থানে থাকবো মানসিকভাবে। ’
প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহের আশাই দেখাচ্ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এ বাঁহাতি ৮০ রান করে বিদায় নেন। মাহমুদউল্লাহ রিয়াদও (৬২) পারতেন সেঞ্চুরি উপহার দিয়ে দলের রানকে মজবুত অবস্থানে নিয়ে যেতে। শেষ দিকে সাকিব আল হাসান দারুণ সেট হয়েই আউট হয়েছেন ৪৮ রান করে।
উইকেটে যারা সেট হবেন তাদের কাছ থেকে বড় রান আশা করছেন মাশরাফি। প্রথম ম্যাচে তিন ব্যাটসম্যান দারুণ সেট হয়েও বড় স্কোর করতে না পারায় আক্ষেপ রয়েছে মাশরাফির, ‘বড় রান এটাতো আশা করি। অনেকদিন পর ম্যাচ খেলছে। আগে যেমন ক্যালকুলেশন ছিল। এই জিনিসটা থেকে হয়তো অনেক দূরে ছিল। সবাই বুঝতে পারছে। তামিম-রিয়াদ দু’জনের ১০০ করার সুযোগ ছিল। সাকিব হয়তো বা বড় ফিফটি করতে পারতো। ’
মাশরাফির আশা পরের ম্যাচ থেকেই ঠিক হতে থাকবে সব কিছু, ‘এর থেকে যখন বড় টিমের সঙ্গে যখন খেলবো তখন কঠিন হবে। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন তো ২৮০ এমনকি ৩০০ রান যেভাবে চেজ হচ্ছে। যদি সুযোগ থাকে, উইকেট যদি প্রেফার করে আমাদের সেট ব্যাটসম্যান যদি বড় রান করে তাহলে ভালো হয়। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর, ২০১৬
এসকে/এমএমএস