ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

তৃতীয় দিন শেষে এগিয়ে চট্টগ্রাম ও রাজশাহী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
তৃতীয় দিন শেষে এগিয়ে চট্টগ্রাম ও রাজশাহী ছবি: সংগৃহীত

ঢাকা: মুমিনুল হক ও মাহবুবুল করিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে এনসিল’র দ্বিতীয় স্তরের ম্যাচের তৃতীয় দিন শেষে রংপুরের চেয়ে ১৬৪ রানে এগিয়ে চট্টগ্রাম বিভাগ। প্রথম ইনিংসে চট্টগ্রামের ছুঁড়ে দেয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় দিনে নাইম ইসলামরা অলআউট হয়েছেন ৩৬৮ রানে।

 

এদিকে, নিজেদের  দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে চট্টগ্রাম সংগ্রহ করেছে ৫ উইকেটে ১১৫। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ উইকেটে ১৮৩ নিয়ে তৃতীয় দিনের ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ধীমান ঘোষ ও তানভির হায়দার।
 
ব্যাট হাতে বেশ ভালই খেলেছেন ধীমান। দ্বিতীয় দিনের সঙ্গে আরও ৫০ রান যোগ করে ব্যক্তিগত ৮৬ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের বলে ইরফান শুক্কুরের তালুবন্দি হয়ে প্যাভিলনে ফেরেন। কম যাননি অপর প্রান্তে থাকা তানভির হায়দার।

দ্বিতীয় দিন শেষে ১৯ রানে অপরাজিত থাকা এই মিডল অর্ডার ব্যাটসম্যান আরও ৭৮ রান করে ব্যক্তিগত ৯৭ রানে তাসমাউল হকের বলে হোসেন আলীর তালুবন্দি হয়ে শতক বঞ্চিত হন।
 
মূলত, এই দুই ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিংয়েই সবকটি উইকেটের বিনিময়ে ৩৩৫ রানের সংগ্রহ পায় রংপুর বিভাগ। তবে, প্রথম ইনিংসে ফিল্ডিয়ের সময় ইনজুরিতে পড়ায় এদিন রংপুরের হয়ে ব্যাট হাতে মাঠে নামতে পারেননি লিটন দাস।
 
চট্টগ্রামের হয়ে বল হাতে ইয়াসির আরাফাত মিশু ৫টি, তাসমাউল হক ৩টি, মোহাম্মদ সাইফুদ্দিন নিয়েছেন ১টি উইকেট।
 
এদিকে, রংপুরকে অলআউট করে প্রথম ইনিংসে ৩৪ রানে এগিয়ে থাকা চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুমিনুল হকের ৬২ ও মাহবুবুল করিমের ৫৬ রানের ইনিংসে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে।
 
দ্বিতীয় ইনিংসে রংপুরের হয়ে বল হাতে সোহরাওয়ার্দী শুভ ৩টি, আলাউদ্দিন বাবু ও মাহমুদুল হাসান নিয়েছেন ১টি করে উইকেট।
 
রাজশাহীতে দিনের অপর ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিনের ৯৪ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামা স্বাগতিক রাজশাহী সিলেটের মিডিয়াম পেসার আবু যায়েদের বিধ্বংসী বোলিংয়ে ১৯৯ রানে অলআউট হয়েছে। রাজশাহীর হয়ে জুনাইদ সিদ্দিকি ৪৫ ও ফরহাদ হোসেন খেলেছেন ৪৬ রানের ইনিংস। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
 
সিলেটের হয়ে আবু জায়েদ ৫টি, শাহানুর রহমান ৩টি, এবাদত হোসেন ও রাহাতুল ফেরদৌস নিয়েছেন ১টি করে উইকেট।
 
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মুক্তার আলী ও সাকলাইন সজিবের বোলিং তোপে ৫ উইকেটে ৫৭ রানের স্বল্প সংগ্রহ নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে সিলেট।
 
রাজশাহীর হয়ে বল হাতে সাকলাইন সজিব, মোকতার আলী ২টি করে আর ফরহাদ রোজা নিয়েছেন ১টি উইকেট।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।