ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রশিদের কাছে অচেনা নয় বাংলাদেশ

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
রশিদের কাছে অচেনা নয় বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ সফরে আফগানিস্তান স্কোয়াডে আছেন তিন লেগস্পিনার। এদের মধ্যে দারুণ বোলিং করে প্রশংসা কুড়িয়েছেন ১৮ বছরের তরুণ রশিদ খান।

বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ বোলিংয়ের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও উজ্জ্বল ছিলেন এই লেগি।

ওই ম্যাচে ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের উইকেট। রশিদের গুগলি তো বুঝতেই পারছিলেন না মুশফিকুর রহিম! রশিদের গুগলির কাছে হেরে যেতে হয় মুশফিককে।

মুশফিককে আউট করার পেছনে ছিল রশিদের পরিকল্পনা, ‘ম্যাচের আগে দলের মিটিংয়ে কোন ব্যাটসম্যানের কোথায় দুর্বলতা তা দেখে আমরা পরিকল্পনা করেছিলাম। মুশফিকুর রহিম স্লগ সুইপ খুব ভালো খেলেন। অধিনায়ক আমাকে বলেছিলেন, তুমি যদি গুগলি কর, সেটা অনেক ঘুরবে। তাহলে সেটা ‘হিট’ করা তার জন্য খুব কঠিন। আমি ঠিক সেই কাজটিই করেছিলাম। ’  

বাংলাদেশকে বিপদে ফেলে ৬ রান করে রশিদের গুগলিতে মুশফিক সাজঘরে ফেরেন স্লগ সু‌ইপ করতে গিয়েই।

বাংলাদেশের ব্যাটসম্যানদের হুমকিতে ফেলা স্পিনারটির দিকে চোখ সংবাদমাধ্যমের। কারণটা অন্য কিছু নয়; ভবিষ্যতে বড়মানের লেগস্পিনার হয়ে উঠবেন এমনটা মনে করছেন অনেকেই।  

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুখোমুখি হওয়ার পরও কয়েকটি সংবাদমাধ্যমের ক্রীড়া সাংবাদিকরা নিলেন রশিদের একান্ত সাক্ষাৎকার। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ রান (৭৬) রান করা মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘রশিদ খানের বল খেলতে কষ্ট হয়েছে। বাংলাদেশের জন্য সফরকারীদের হয়ে হুমকি হতে পারে লেগস্পিনারটি। ’ 

আসলে তখন থেকেই রশিদের বোলিংয়ে চোখ সবার। বাংলাদেশ  দলের কাছে রশিদ অচেনা হলেও রশিদের কাছে বাংলাদেশ কিন্তু অচেনা নয়। এ বছরের জানুয়ারিতে মিরপুরে আফগানদের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে গেছেন। তার দুই মাস আগেই ১৭ বছর বয়সে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচেই ১০ ওভারে ওভার প্রতি ৩.০০ ইকোনমিতে ৩০ রান দিয়ে নেন একটি উইকেট। ১৪ ওয়ানডেতে তার উইকেট এখন ২২টি, ইকোনমি ৪.০৫।

শুধু বোলিংয়ে নন, ব্যাটিংয়েও কম যান না এই তরুণ। ১৪ ম্যাচে ২৫.৪ গড়ে তার রান ২২৯ রান। স্ট্রাইক রেট ১০০.৮৮। আছে একটি ফিফটি। সম্ভাবনাময় এক অলরাউন্ডারের নাম রশিদ খান।

রশিদের বোলিংয়ে মূল অস্ত্র গুগুলি। অবশ্য যখন তখন নয়; প্রয়োজন বুঝেই গুগলি ছাড়েন এই লেগস্পিনার। পাকিস্তানের লেগস্পিনার শহীদ আফ্রিদিকে দেখে অনুপ্রাণিত হয়েই লেগ স্পিনের এই বিশেষ ডেলিভারি ‘গুগুলি’ আয়ত্ত্ব করেছেন রশিদ খান, ‘এটা প্রকৃতিপ্রদত্তই। কেউ এ বিষয়ে আমাকে সহায়তা করেনি। তবে শহীদ আফ্রিদিকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। ’ যদিও আফ্রিদির সঙ্গে এখনও সরাসরি সাক্ষাৎ হয়নি এ তরুনের।

বাংলাদেশ সফরে এসে রশিদ খান নিজের বোলিং বেশ ভালোভাবেই উপভোগ করছেন। উপমহাদেশের উইকেট স্পিন-বান্ধব হওয়ায় বোলিং নিয়ে স্বাচ্ছন্দ্যে আছেন এ স্পিনার,  ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় এখানে বোলিং করেছি। আমি বেশ ভালভাবেই আমার বোলিং উপভোগ করছি। স্পিনারদের জন্য খুব ভালো উইকেট, এশিয়ার সবগুলো উইকেটই বোলারদের জন্য ভালো। ’

প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিপক্ষে নিজের পরিকল্পনা নিয়ে রশিদ খান বলেছেন, ‘আমি শুধু ব্যাটসম্যানদের মানসিকতার দিকে দৃষ্টি রাখি। তারা কি করতে চায় লেগস্পিনের বিপক্ষে, সেটা বোঝার চেষ্টা করি। গুগলিটা তখনই মূলত ব্যবহার করি। ’ 

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।