ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

সাবেক অস্ট্রেলিয়ান পেসার ম্যাক্স ওয়াকারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
সাবেক অস্ট্রেলিয়ান পেসার ম্যাক্স ওয়াকারের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা ম্যাক্স ওয়াকার মারা গেছেন। মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে পরলোক গমন করেন তিনি।

৬৮ বছর বয়সে মেলবোর্নে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেলে নেতৃত্বে সফল অস্ট্রেলিয়া টেস্ট টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওয়াকার। ১৯৭৩ সালে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট দলে অভিষেক হয়েছিল। পরের বছরই পা রাখেন একদিনের ক্রিকেটে।

১৯৮১ সালে ১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ম্যাচটিই ছিল ওয়াকারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। অজিদের জার্সি গায়ে ৩৪ টেস্টে ১৩৮ ও ১৭ ওয়ানডেতে ২০টি উইকেট নিয়েছিলেন তিনি।

পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষে স্থাপত্যশিল্প নিয়ে কাজ করেছিলেন প্রয়াত ওয়াকার। তিনি টেলিভিশন ও রেডিও সেলিব্রিটিও হয়ে ওঠেন। এছাড়াও একজন সফল লেখক ও পাবলিক স্পিকার ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।