ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৯ ওভারে বাংলাদেশ ৮৮/২

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৬
১৯ ওভারে বাংলাদেশ ৮৮/২ ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শুরুটা ভালো করলেও এক ওভারের ব্যবধানে দুই ওপেনারকে হারালো বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে সমান ২০ রান করে আউট হন তামিম ইকবাল ও সৌম্য সরকার।

ব্যাটিংয়ে আছেন মাহমুদুল্লাহ ও মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯ ওভার শেষে দুই উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান।

বল হাতে স্ট্রাইক করেছেন আফগান অভিজ্ঞ স্পিনার মোহাম্মদ নবী। আর এই অভিজ্ঞ আফগানকে বেশ দেখেশুনেই খেলেছেন দুই টাইগার ওপেনার তামিম ও সৌম্য। ধীররয়ে ব্যাটিংয়ে তা প্রথম ওভারে লাল-সুবেজর ওপেনাররা তুলে নিয়েছেন ৩ রান।
 
নবীর পরে দ্বিতীয় ওভারে বল হাতে আসেন পেসার দৌলত জাদরান। তবে নিজের প্রথম ওভারে বেশ হিসেবি ছিলেন দৌলত। আর তামিম, সৌম্যরাও কোন ঝুঁকিপূর্ণ শট খেলেননি। ফলে দ্বিতীয় ওভারটি হযেছে মেডেন।
 
নবীর দ্বিতীয় ওভারেও কোন বাজে শট খেলেননি টাইগার ওপেনাররা। দারুণ টানিং ও লাফিয়ে উঠা বলগুলো সমীহ করে খেলে সন্তুষ্ট থেকেছেন মাত্র ১ রান নিয়ে।
 
তবে চতুর্থ ওভারে হাত খুলে খেলেছেন তামিম। দৌলত জাদরানের এই ওভারের তৃতীয় বলটিকে ডিপ মিডউইকেট দিয়ে চার মেরে পরের বলেও লেগ বাই থেকে চার পেয়ে মোট ৯ রান নিয়েছেন।
 
 বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ২৮ সেপ্টেম্বর ২০১৬   
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।