ঢাকা: তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলতে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। তার আগে সাদা বলে দলের বিশেষজ্ঞ খেলোয়াড়দের বাড়তি সমর্থন দিতে কেন্দ্রীয় চুক্তির পদ্ধতি সংস্কার করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
যার উদ্দেশ্য দু’টি-২০১৭ চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯ বিশ্বকাপ। সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্সে বাড়তি উন্নতি মাথায় রেখেই এটি করা হয়েছে, যারা ভারতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছিল।
পুনর্গঠিত চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। টেস্ট চুক্তিতে দশজন ও ১১ জন রয়েছেন সীমিত ওভার ক্রিকেটে। এর মধ্যে চারজন আছেন যাদেরকে দুই ক্যাটাগরিতেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন ব্যাটসম্যান জো রুট, অলরাউন্ডার বেন স্টোকস, ক্রিস উকস ও মঈন আলী।
নতুন কাঠামো অনুযায়ী, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য দিক যেমন মাঠের বাইরের অবদান, ফিল্ডিং এবং ফিটনেসের ওপর ভিত্তি করে ‘র্যাংকিং’ পাবে দুই ফরমেটের খেলোয়াড়রা। ওই র্যাংকিং পরে খেলোয়াড়দের পারিশ্রমের লেভেলে বিবেচিত হবে।
কেন্দ্রীয় চুক্তি ছাড়াও, নির্বাচকরা সীমিত সংখ্যক চুক্তি বৃদ্ধি করতে পারবেন। যা কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দের দলে নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই করা হবে। বর্তমানে একমাত্র ক্রিকেটার হিসেবে পরবর্তী ১২ মাসের জন্য এ ধরনের চুক্তির আওতায় পড়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান গ্যারি ব্যালান্স।
ইসিবির কেন্দ্রীয় চুক্তির টেস্ট ক্যাটাগরিতে যারা আছেন: মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, স্টিভেন ফিন, জো রুট, বেন স্টোকস, ক্রিস উকস, মার্ক উড।
সাদা বলের (সীমিত ওভারের ক্রিকেট) চুক্তি: মঈন আলী, জস বাটলার, অ্যালেক্স হেলস, ইয়ন মরগান, লিয়াম প্লাঙ্কেট, জো রুট, জ্যাসন রয়, আদিল রশিদ, বেন স্টোকস, ক্রিস উকস, ডেভিড উইলি।
ইনক্রিমেন্ট কন্ট্রাক্ট: গ্যারি ব্যালান্স।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমআরএম