ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণ প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে আনতে দেশব্যাপী চলছে ‘গাজী টায়ার্স ক্রিকেটার্স হান্ট’। প্রতিযোগিতার ধারাবাহিকতায় এরই মধ্যে শেষ হয়েছে ৭টি বিভাগের ক্রিকেটার বাছাই।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় প্রথম দিনের প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম দিনেই অংশ নেয় প্রায় সাড়ে আট হাজার প্রতিযোগী।
প্রতিযোগীরা অংশ নেন বোলিং, ব্যাটিং ও উইকেট কিপিং এই তিন বিভাগে। এদিকে, বোলিংয়ের জন্য রাখা হয়েছে দু’টি বিভাগ; স্পিন ও পেস বোলিং।
অন্য ৭ বিভাগের দুই দিন ব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও ঢাকা বিভাগেও প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তিন দিন ব্যাপী। এই তিন দিনে বোলিং, ব্যাটিং ও উইকেট কিপিংয়ে দক্ষতা দেখিয়ে যারা ‘ইয়েস’ কার্ড জিতবে তারা ১ অক্টোবর একই ভেন্যুতে অংশ নিবে ইয়েস ক্যাপ প্রতিযোগিতায়।
ঢাকার ইয়েস ক্যাপ ও দেশের বাকি সাত বিভাগের ইয়েস ক্যাপ জয়ীদের নিয়ে বিকেএসপিতে অনুষ্ঠিত হবে বুথ ক্যাম্প। বুথ ক্যাম্পে যাচাই-বাছাই শেষে নির্বাচিত করা হবে সেরা ২০ ক্রিকেটারকে যাদের প্রশিক্ষণের জন্য ৪ বছরের একটি চুক্তির আওতায় আনা হবে।
চুক্তির আওতায় ক্রিকেটীয় দক্ষতা বাড়াতে তাদের ট্রেনিং ও গ্রুমিং করা হবে। এছাড়াও তাদের জন্য থাকছে ১ বছরের “গোলাম দস্তগীর গাজী গ্রুপ ক্রিকেট স্কলারশিপ”।
আর এসব ক্রিকেটারদের বাছাইয়ের দায়িত্বে থাকবেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের ডিরেক্টর অব কোচিং মোহাম্মদ সালাহউদ্দিন।
তবে ঢাকায় অংশগ্রহণকারী সাড়ে আট হাজারের ভেতর থেকে কতজন প্রতিযোগীকে বাছাই করা হবে সে সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছেন না গাজী গ্রুপ ক্রিকেটার্সের রিলেশনশিপ ম্যানেজার আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা যতগুলো মানসম্পন্ন ক্রিকেটার পাব, তাদেরকেই ইয়েস ক্যাপ দিয়ে বিকেএসপিতে নিয়ে যাব। ’
২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ঢাকা বিভাগের এই প্রতিযোগিতা চলবে ১ অক্টোবর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৬
এইচএল/এমআরএম