ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা ‘এ’ দলে থিরিমান্নে-করুনারাত্নে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
শ্রীলঙ্কা ‘এ’ দলে থিরিমান্নে-করুনারাত্নে ছবি: সংগৃহীত

ঢাকা: ফর্মহীনতায় আপাতত জাতীয় দলের বাইরে লাহিরু থিরিমান্নে ও দিমুথ করুনারাত্নে! ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম দু’টি চারদিনের ম্যাচের জন্য শ্রীলঙ্কা ‘এ’ টিমের অধিনায়ক করা হয়েছে করুনারাত্নেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও সীমিত ওভারের হোম সিরিজে বাদ পড়া থিরিমান্নেও ১৫ সদস্যের স্কোয়াডে আছেন।

গত জুনে লর্ডস টেস্ট ছিল থিরিমান্নের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে, অজিদের বিপক্ষে ভুলে থাকার মতোই টেস্ট সিরিজ পার করেছেন করুনারাত্নে। ছয় ইনিংসে মাত্র ৪১ রান করেন ২৮ বছর বয়সী এ ওপেনার। ‘এ’ টিমের হয়ে ভালো পারফরম্যান্সই দুই ব্যাটসম্যানকে সিনিয়র লেভেলে ফেরাতে সাহায্য করবে।

সহ-অধিনায়ক হয়েছেন ‍কুশল পেরেরা। স্কোয়াডে থাকা অন্য আন্তর্জাতিক ক্রিকেটার হলেন নিরোশান ডিকওয়েলা ও আসিলা গুনারাত্নে। আগামী ৪ অক্টোবর কলম্বোয় তিনটি চারদিনের ম্যাচের প্রথমটি শুরু হবে।

শ্রীলঙ্কা ‘এ’ দল: দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, কুশল পেরেরা (সহ-অধিনায়ক), রোশেন সিলভা, চারিথ আসালাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, আসিলা গুনারাত্নে, আভিশকা ফার্নান্দো, আনুক ফার্নান্দো, ভিমুকথি পেরেরা, প্রবথ জয়সুরিয়া, লাকশান সান্দাকান, আসিথ ফার্নান্দো, লাহিরু কুমারা, কাসুন মাদুশানকা।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।