ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

রাজ্জাককে ছুঁলেন মাশরাফি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
রাজ্জাককে ছুঁলেন মাশরাফি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট দখলের লড়াইয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে চলে এসেছেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার (০১ অক্টোবর) মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মোহাম্মদ শাহজাদকে (০) ফিরিয়ে আব্দুর রাজ্জাকের পাশে নাম লেখান মাশরাফি।

২৮০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা আফগানদের বিপক্ষে প্রথম ওভারটি মেডেন তোলেন এ ডানহাতি পেসার। দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট নিয়ে রাজ্জাকের সঙ্গে সমান ২০৭ উইকেট এখন মাশরাফির।

২০৭ উইকেট দখলে বাঁহাতি স্পিনার রাজ্জাকের লেগেছিল ১৫৩ ম্যাচ। আর মাশরাফির লাগলো ১৬১ ম্যাচ।

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের। ১৬০ ম্যাচে সাকিব ঝুলিতে পুড়েছেন ২১২ উইকেট। মিরপুরেই এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ১০০টি উইকেট।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।