ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

নিয়ম ভেঙ্গে মাঠে প্রবেশ করা তরুণকে থানায় জিজ্ঞাসাবাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
নিয়ম ভেঙ্গে মাঠে প্রবেশ করা তরুণকে থানায় জিজ্ঞাসাবাদ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ চলাকালীন সময়ে প্রটোকল অমান্য করে মাঠে প্রবেশ করে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে জড়িয়ে ধরা তরুণ মেহেদি হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেয়া হয়েছে।  

এ রিপোট লেখা অবধি জিজ্ঞাসাবাদ সম্পন্ন হয়েছে।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই বায়তুল্লাহ বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

পরে উপ-কমিশনার জসিমউদ্দিন জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তরুণ মাশরাফির ভক্ত। তারপরও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা ‍আমরা খতিয়ে দেখছি। ’

শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বোলিং ইনিংসের ২৯ ওভারের দ্বিতীয় বলটি তাসকিন আহমেদ শেষ করা মাত্রই গ্র্যান্ড স্ট্যান্ড থেকে দৌড়ে এসে মাঠে ঢুকে যান ওই দর্শক।  জুড়িয়ে ধরেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। মুহূর্তেই খেলা বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে বিসিবির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আলী দৌড়ে যান তার বাহিনী নিয়ে।  

মাশরাফি বুঝতে পারেন, কঠোর শাস্তি অপেক্ষা করছে ওই ভক্তের কপালে। মাশরাফি নিজেই জড়িয়ে রক্ষা করেন ওই ভক্তকে। পরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মীরা থানায় সোপর্দ করেন ওই তরুণকে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
এসকে/এনএ/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।