ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

মরগান-হেলস না আসায় হতাশ স্ট্রাউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
মরগান-হেলস না আসায় হতাশ স্ট্রাউস

ঢাকা: অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতিক্ষিত বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ। এ সিরিজের বাংলাদেশকে নিরাপদ জেনেই ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ইংলিশরা।

তবে নিরাপত্তা অজুহাতে আসেননি ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান ও ওপেনার অ্যালেক্স হেলস।

এ সফরে প্রথমেই সম্মতি জানিয়েছেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। এসেছেন অন্য বড় তারকারাও। শুধুমাত্র ইনজুরির কারণে শেষ দিকে সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেন টেস্ট দলের পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড। তবে মরগান ও হেলস না আসায় নিজের হতাশার কথা জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস।

গত শুক্রবার রাতে পুরো ইংলিশ দলের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্ট্রাউস। এ সময় কঠোর নিরাপত্তায় তাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এছাড়া পুরো সিরিজেই থাকছে কঠোর নিরাপত্তা।

পরে মরগান ও হেলস প্রসঙ্গে স্ট্রাউস বলেন, ‘আমি আসলে হতাশ। আমি চেয়েছিলাম আমরা পুরো দলই সফর করবো। তাতে করে আমরা আরও শক্তিশালী দলে পরিণত হতাম। ’

বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ড ক্রিকেট দল আগামী মঙ্গলবার (০৪ অক্টোবর)  প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে। ৫০ ওভারের ম্যাচটি অনুষ্ঠিত হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে (৭ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
দ্বিতীয় ওয়ানডে (৯ অক্টোবর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।
তৃতীয় ওয়ানডে (১২ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
প্রথম টেস্ট (২০-২৪ অক্টোবর) - চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
দ্বিতীয় টেস্ট (২৮ অক্টোবর-১ নভেম্বর) - মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।

সবগুলো ওয়ানডে ম্যাচ দুপুর ১টায় আর সকাল সাড়ে ৯টায় শুরু হবে টেস্ট।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।