ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ক্রিকেট

চট্টগ্রামের হতাশার দিনে লড়াই করলো রংপুর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
চট্টগ্রামের হতাশার দিনে লড়াই করলো রংপুর

ঢাকা: জাতীয় লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে হতাশাজনক ব্যাটিং করে সবকটি উইকেট হারালো চট্টগ্রাম বিভাগ। অন্যদিকে সিলেটের বিপক্ষেও আগে ব্যাটিং করা রংপুর দিন শেষে ধুঁকছে।

শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক ইরফান শুকুর। তবে মাত্র ৫৪.১ ওভার খেলে ১৪১ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে দলপতির ব্যাট থেকেই।

রাজশাহীর হয়ে চারটি উইকেট তুলে নেন ফরহাদ রেজা। তিনটি উইকেট পান সাকলাইন সজীব। এছাড়া দুটি উইকেট লাভ করেন মামুন হোসেন। আর মুকতার আলী অপর একটি উইকেট তুলে নেন।

পরে রাজশাহী ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো না করলেও ১২১ রানে এক উইকেট হারিয়ে দিন শেষ করেছে। মিজানুর রহমান ৭১ ও জুনায়েদ সিদ্দিকি ৪৫ রানে অপরাজিত আছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে প্রথম দিন শেষে ১৯১ রানে সাত উইকেট হারিয়েছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন উইকেটরক্ষক ধীমান ঘোষ। শুভ ২১ ও অধিনায়ক সাজেদুল ইসলাম শূন্য রানে অপরাজিত আছেন।

সিলেট বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট তুলে নেন শাহানুর রহমান ও অভিজ্ঞ অলক কাপালি। এছাড়া একটি উইকেট পান নাসুম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।