ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক টেস্টে এলবিডব্লু’র নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
এক টেস্টে এলবিডব্লু’র নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙলো ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ভারতের মাটিতে এক ম্যাচে এলবিডব্লু ডিসমিসালসের নতুন রেকর্ড দেখলো ক্রিকেট বিশ্ব।

সোমবার (৩ অক্টোবর) কলকাতা টেস্টের চতুর্থ দিনে ৩৭৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে কিউইরা। তৃতীয় উইকেট যেতেই নতুন ইতিহাস জন্ম দেয় ইডেন গার্ডেনস। রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন রস টেইলর (৪)।

এর মধ্য দিয়ে এ ম্যাচে ১৪ বার এলবিডব্লু ডিসমিসাল হয়। পরের সাত ‍উইকেটের মধ্যে এমন আরেকটি আউটে সংখ্যাটা ১৫-তে ঠেকে। এর আগে ১৯৯৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আহমেদাবাদ টেস্টে চার ইনিংসে এলবিডব্লুতে মোট ১৪ বার আউট হওয়ার নজির স্থাপন হয়েছিল।

শেষ পর্যন্ত এক দিন বাকি থাকতেই ১৯৭ রানে গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসরা। ১৭৮ রানের দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে র‍্যাংকিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছেন বিরাট কোহলিরা। আগামী ৮ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এর আগে কানপুরে অনুষ্ঠিত নিজেদের টেস্ট ইতাহাসের ৫০০তম ম্যাচটিতে ১৯৭ রানের জয় পেয়েছিল টিম ইন্ডিয়া।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাকে সব মিলিয়ে এক ম্যাচে ৪০ উইকেটের মধ্যে ২০টি এলবিডব্লু হওয়ার কীর্তি রয়েছে। গায়ানায় ২০১১ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচে এমন ভিন্নরকম রেকর্ড উপভোগ করেছিলেন দর্শকরা।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।