ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিজানুর, জহুরুলের পর সেঞ্চুরির অপেক্ষায় হামিদুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
মিজানুর, জহুরুলের পর সেঞ্চুরির অপেক্ষায় হামিদুল ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চট্টগ্রামের লো স্কোরের পর নিজেদের প্রথম ইনিংসে নেমে মিজানুর রহমান ও জহুরুল ইসলাম অমির দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড় করেছে রাজশাহী বিভাগ। সেঞ্চুরির অপেক্ষায় রয়েছেন ছয় নম্বরে ব্যাটিংয়ে নামা হামিদুল ইসলামও।

ম্যাচের দ্বিতীয় দিন শেষে রাজশাহী পাঁচ উইকেট হারিয়ে ৪৮২ রান তুলেছে। হাতে পাঁচ উইকেট বাকি থাকলেও ইতোমধ্যে ৩৪১ রানের লিড নিয়েছে দলটি। চট্টগ্রাম নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪১ রানে সবকটি উইকেট হারিয়েছিল।

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের এ ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম দিনে ১২১ রানে এক উইকেট হারানো রাজশাহী দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামে। ৭১ রানে অপরাজিত থাকা মিজানুর এদিন দেখা পান প্রথম শ্রেণীর ক্রিকেটে চতুর্থ সেঞ্চুরির।

বেশ আক্রমণাত্মক খেলা ওপেনার এ ব্যাটসম্যান শেষ পর্যন্ত ১৬৩ বলে ১৮ চার ও চার ছক্কায় ১৪৪ রান করে আউট হন। সেঞ্চুরির দেখা পান অধিনায়ক অমিও। তিনি ১১তম সেঞ্চুরি করে ১৩১ রানে আউট হন। আর দিন শেষে ৯০ রানে অপরাজিত আছেন হামিদুল ইসলাম। এর আগে ৫৬ রানে আউট হন জুনায়েদ সিদ্দিকি। চট্টগ্রাম বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান আরিফ আহমেদ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে দিন শেষে ৩ রানে পিছিয়ে আছে সিলেট বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৬ উইকেট হারিয়ে ২১৪ রান করেছে দলটি।

দলের হয়ে সর্বোচ্চ ৯১ রানে অপরাজিত আছেন তিন নম্বরে ব্যাটিংয়ে নামা জাকির হাসান। এছাড়া ওপেনার শাহনাজ আহমেদের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান। আর ১৩ রানে অপরাজিত থেকে মাঠে ছেড়েছেন আবুল হাসান। রংপুর বোলারদের মধ্যে দুটি করে উইকেট তুলে নেন মাহমুদুল হাসান ও তানভির হায়দার।

এর আগে প্রথম দিনে ১৯১ রানে ৭ উইকেট হারানো রংপুর দ্বিতীয় দিন ২৬ রান তুলতেই বাকি ৩ উইকেট হারায়। শেষ পর্যন্ত দলটি ২১৭ রান তুলতে সমর্থ হয়।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।