ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচে ইমরুলের শতক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
প্রস্তুতি ম্যাচে ইমরুলের শতক ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন বিসিবি একাদশের ওপেনার ইমরুল কায়েস। মাত্র ৯১ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় ১২১ রান করে থামেন এ বাঁহাতি ওপেনার।

শতক পূর্ন করেন ৮১ বলে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইমরুলের সেঞ্চুরিতে ইংলিশদের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছে বিসিবি একাদশ। ইনিংসের প্রথম ওভারেই দুটি দর্শনীয় বাউন্ডারি মেরে ভালো ইনিংস খেলার ইঙ্গিত দেন ইমরুল। উইকেটে সাবলীল থেকে একের পর এক বাউন্ডারি মেরে বিসিবি একাদশের ইনিংসকে এগিয়ে নেন।

বাংলাদেশের ‘ব্যাকআপ’ ওপেনার হিসেবেই ধরা হয় তাকে। কেউ ইনজুরিতে পড়লে কিংবা ফর্ম হারালে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের দলে থাকেন ইমরুল কায়েস। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি উপহার দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে একাদশে থাকার জোরালো দাবিটা করতেই পারেন ৫৯টি ওয়ানডে খেলা ২৯ বছর বয়সী এ বাঁহাতি ওপেনার!

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।