ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

আরও ক্ষমতাধর হচ্ছেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
আরও ক্ষমতাধর হচ্ছেন ইনজামাম শাহরিয়ার খানের পাশে ইনজামাম-ছবি:সংগৃহীত

ঢাকা: এক সময় ব্যাট দিয়ে শাসন করতেন বোলারদের। এখন সেই পাকিস্তান দলেরই প্রধান নির্বাচকের ভূমিকায় কাজ করছেন ইনজামাম-উল-হক।

তবে নিকট ভবিষ্যতে আরও ক্ষমতাধর হচ্ছেন সাবেক এ অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক সূত্র জানিয়েছে, বোর্ড চেয়ারম্যান শাহরিয়ার খান ইনজির ক্ষমতা বাড়িয়ে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বোর্ডের অনুমতি ছাড়াই দল নির্বাচন করতে পারবেন তিনি।

সুত্রটি বলেন, ‘ সম্প্রতি শাহরিয়ার খান এ ঘোষণার মাধ্যমে জানান ইনজামাম সরাসরি দল গঠন করতে পারবেন। এতে কারও অনুমতির প্রয়োজন হবে না। ’

পাকিস্তান ক্রিকেটের নিয়ম অনুযায়ী কোনো সিরিজ বা ম্যাচের আগে দল গঠনের সময় বোর্ড চেয়ারম্যানের অবশ্যই অনুমতি নিতে হবে। তবে শাহরিয়ারের কথা ঠিক থাকলে ভবিষ্যতে এমনটি হতে দেখা যাবে না।

পাকিস্তান দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে। যেখানে তিন ম্যাচের এই সিরিজে ইতোমধ্যে আজহার আলীর দল ২-০তে জিতে নিয়েছে। এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।