ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মায়ের অসুস্থতায় দেশে ফিরছেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
মায়ের অসুস্থতায় দেশে ফিরছেন আমির মোহাম্মদ আমির-ছবি:সংগৃহীত

ঢাকা: মায়ের অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের মাঝেই দেশে ফেরত যাচ্ছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। সংযুক্ত আরব আমিরাতে হওয়া এই সিরিজের মাঝে ২৪ বছর বয়সী এ তারকাকে দেশে যেতে অনুমতি দিয়েছে দলটির ম্যানেজমেন্ট।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ইতোমধ্যে ২-০তে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। আর ওয়াডের পর দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে দু’দল।

এর আগে নিজের বিয়ের কারণে সিরিজের প্রথম দুই টি-২০তে থাকতে পারেননি আমির। তবে তৃতীয় ম্যাচে ও দুটি ওয়ানডেতে খেলেন এ বাঁহাতি। কিন্তু দেশে ফেরত যাওয়ার কারণে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না আমির।

এদিকে যদি আমিরের মারের অসুস্থতার আরও অবনতি হয় তবে টেস্ট সিরিজেও অনুপস্থিত থাকতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।