ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বাদ পড়ে বাস্তবতা বুঝেছেন ইমরুল

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
বাদ পড়ে বাস্তবতা বুঝেছেন ইমরুল

ফতুল্লা থেকে: আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৭ রান করেও পরের দুই ম্যাচে একাদশে ছিলেন না ইমরুল কায়েস। একাদশের বাইরে থেকে অনুভব করতে পেরেছেন সেরা দলে নিয়মিত হতে হলে ‘অসাধারণ’ কিছু করেই দেখাতে হবে।

ইমরুল সেই কাজটাই করলেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে।
 
ইংলিশ বোলারদের সামনে বিসিবি একাদশের হয়ে ৯১ বলে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেললেন মূল সিরিজ শুরুর আগে। ইমরুলের অমন ইনিংসের পর ইংল্যান্ডের বিপক্ষে ৭ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে এ বাঁহাতি ব্যাটসম্যানকে একাদশে রাখার আভাস দিয়ে রেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘আমাদের টেস্ট দলে ইমরুল একজন স্বীকৃত ব্যাটসম্যান। ওয়ানডেতে নিয়মিত ভালো খেলা একটা বড় ব্যাপার। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ খেলেছে। পরের দুটি খেলতে পারেনি। তো প্রস্তুতি ম্যাচে  ভালো খেলায় আমি আশা করছি ৭ তারিখে মূল একাদশে থাকবে। ’
 
ইমরুলের দুর্দান্ত ইনিংসটির পেছনে যে ভাবনা কাজ করেছে বাস্তবতার সাথে মিলও পাওয়া গেল প্রধান নির্বাচকের কথায়। প্রধান নির্বাচকও হয়তো চেয়েছিলেন ইমরুলকে এভাবে দেখতে।

দুই ম্যাচে একাদশ থেকে বাদ পড়েই বাস্তবতা বুঝেছিলেন ইমরুল, ‘বাংলাদেশ দলে টিকে থাকা এখন চ্যালেঞ্জ হয়ে গেছে। অনেক প্রতিযোগিতা আছে। এখন গড়পড়তা পারফরম্যান্স করে টিকে থাকা খুব কঠিন, একটু এক্সট্রা-অর্ডিনারি পারফরম্যান্স না করলে.. শেষ একটা ওয়ানডে খেলার পর দুটি ওয়ানডেতে আমি বসে ছিলাম। আমি অনুভব করেছি, হয়তো বা আমাকে আরও ভালো কিছু করতে হবে। যার জন্য হয়তো বা আজকে এই জিনিসটা মানসিকভাব আমাকে সহায়তা করেছে। ’
 
ফতুল্লার ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আজ দুর্দান্ত ছিলেন ইমরুল। ইনিংসের প্রথম বলেই ক্রিস ওকসের বল কাভার ড্রাইভে পাঠান সীমানার বাইরে। ওই ওভারের পঞ্চম বলে দ্বিতীয় চার মেরে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন ইমরুল। আত্মবিশ্বাস ধরে রেখে মাঠের চারপাশে ব্যাট চালিয়ে যাওয়া ইমরুল থামেন ১২১ রানে। ১১টি চার, ৬টি ছক্কায় সাজানো ইনিংসটি মাতিয়ে রাখে স্টেডিয়ামে আসা দর্শকদের।

মাঠের ভেতর অমন আত্মবিশ্বাসী ইনিংস খেলে মাঠের বাইরেও এখন আত্মবিশ্বাসী ইমরুল, ‘বলতে পারেন মাইন্ড সেট আপটা বড় জিনিস ছিল। এর আগে কয়েকটা ম্যাচে আমার মাইন্ড সেট আপ ছিল উইকেটে থেকে রান করব। আজকে প্রথম থেকে ইতিবাচক ছিলাম। অনেক দিন পর এমন একটা ইনিংস খেলতে পারলাম। নিজের কাছে খুব ভালো লাগছে আর সাথে আত্মবিশ্বাসটা বেড়েছে। এমন একটা দলের সঙ্গে শতক করাটা অনেক বড় আত্মবিশ্বাসের ব্যাপার। আমার জন্য এটি খুব দরকার ছিল। ’

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।