ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সিলেট বিভাগকে ৫৬ রানে হারিয়েছে রংপুর বিভাগ। সোহরাওয়ার্দী শুভর দুর্দান্ত বোলিংয়ে ১৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা সিলেট অলআউট হয়েছে মাত্র ৯৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর বিভাগ-২১৭ ও ১৮৩
সিলেট বিভাগ-২৪৭ ও ৯৭
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের (ম্যাচের তৃতীয় দিন) ৭ উইকেটে ৭৯ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন ব্যাটিং শুরু করা সিলেট আর ১৮ রান যোগ করতেই শেষ তিন উইকেট হারায়।
আগের দিন ১৮ রানে অপরাজিত থাকা অলক কাপালি আর ৬ রান যোগ করে ব্যক্তিগত ২৪ রানে শুভর সপ্তম শিকার হন। আগের দিন শুভ তোলেন ৬ উইকেট।
দ্বিতীয় ইনিংসে সিলেটের সর্বোচ্চ রান (২৬) আসে ওপেনার ইমতিয়াজ হোসেনের ব্যাট থেকে। নাসুম আহমেদ অপরাজিত থাকেন ১৯ রানে। এ তিন ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি দলের অন্য কেউ।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ২১৭ রানে শেষ হয় রংপুরের প্রথম ইনিংস। জবাবে জাকির হাসানের সেঞ্চুরির (১১২) সুবাদে ২৪৭ রান তোলে সিলেট।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা রংপুর অলআউট হয় ১৮৭ রানে। ১৫৪ রানের ছোট টার্গেটে নেমে ব্যাটিং ব্যর্থতায় নিজেদের মাঠে হার দেখতে হয় সিলেটকে।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ০৪ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস