ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মাশরাফির জন্মদিন পালন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মাশরাফির জন্মদিন পালন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদশে জাতীয় ক্রকিটে দলরে অধনিায়ক মাশরাফি বিন মর্তুজার জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (০৫ অক্টোবর) বিকেলে নড়াইল শহরে মাশরাফিদের বাড়িতে ‘মাশরাফি ফ্যানস ক্লাব’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মাশরাফির মা হামিদা মর্তুজা বলাকাসহ ফ্যানস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

 

সন্ধ্যায় জেলা পাবলিক লাইব্ররেি মিলনায়তনে ‘মাশরাফি ফাউন্ডেশন’ এর উদ্যোগে কেককাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ খায়রুল আলম প্রমুখ। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে মাশরাফির জন্মদিন পালন করা হয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়ন্টেি অধিনায়ক মাশরাফি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। মাশরাফির ৩৩তম জন্মদিন আজ।

বাংলাদশে সময়: ২০২৮ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।