ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ইংলিশরা’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
‘বাংলাদেশে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ইংলিশরা’ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে সবচেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। এমনটিই মনে করেন দলটির অলরাউন্ডার মঈন আলী।

ইংলিশ ক্রিকেটারদের সংগঠনের (পিসিএ) সবুজ সংকেত পাওয়ার পরই এ দেশে সফর করে ইংল্যান্ড। তবে সংস্থাটি এই সফরের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তাদের ক্রিকেটারদের আসতে বারণ করেছে।

পিসিএ জানায় ইংল্যান্ড দল এখন যে পরিমাণে নিরাপত্তা পাচ্ছে বিপিএল চলাকালীনে তেমন নিরাপত্তা পাবে না। তবে মঈন আলী বলছেন বিপিএলে তার দেশের ক্রিকেটাররা খেলতে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না।

মঈন বলেন, ‘এখানকার নিরাপত্তা দারুণ। আমরা এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিরাপত্তা পেয়েছি এখানে। আমি জানি না এর চেয়ে বেশি নিরাপত্তা অন্য কোনো দেশ দিতে পারবে কিনা?’

আগামী শুক্রবার (৭ অক্টোবর) মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লড়বে বাংলাদেশ ও ইংল্যান্ড। আর এই সিরিজের পরই ৪ নভেম্বর বিপিএলের চতুর্থ আসর শুরু হবে।

এবারের বিপিএলে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে রবি বোপারা, তাইমাল মিলস, বেনি হাওয়েল, রিকি ওয়েসলেস, জস কব, রিচার্ড গ্লিসন ও সামিত প্যাটেল সুযোগ পেয়েছেন। ইতোমধ্যে জানা গেছে কাউন্টির গত ন্যাটওয়েস্ট ব্ল্যাস্ট টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি বেনি হাওয়াল পিসিএ’র কথা তোয়াক্কা না করে খুলনা টাইটানসে যোগ দিয়েছেন। এছাড়া রিচার্ড গ্লিসনও খেলার ব্যাপারে আশাবাদী।

মঈন আলী এবারের বিপিএল ডাক পাননি। তবে ২০১৩ সালে তিনি আসরটিতে খেলে গেছেন। যেখানে তিনি মনে করেন নিরাপত্তা কোনো ইস্যুই না। ‘আমি জানি পিসিএ সবাইকে ইমেইল করেছে। তবে তাদের বাংলাদেশে না আসতে কেনো বলা হয়েছে আমি জানি না। এখানকার নিরাপত্তা দারুণ আর খেলোয়াড়দের আসা উচিৎ। ’

তিনি আরও বলেন, ‘বিপিএলের সময় হয়তো এখনকার মতো কঠিন নিরাপত্তা থাকবে না। তবে তখনও নিরাপদ থাকবে। আমি এর আগে এখানে দুই মাস ছিলাম যা ছিল অসাধারণ। এখানকার মানুষ দারুণ। আমি সব সময় এখানে ভালো আতিথিয়েতা পেয়েছি আর এখানে আমার ভালো কয়েকজন বন্ধুও আছে। ’

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।