ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে সিরিজ শেষ পারনেলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
ইনজুরিতে সিরিজ শেষ পারনেলের ছবি:সংগৃহীত

ঢাকা: পাঁজরের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না দক্ষিণ আফ্রিকান পেসার ওয়েন পারনেল। জোহার্নেসবার্গের দ্বিতীয় ওডিআইতে চোট পান তিনি।

ফলে ডারবানে তৃতীয় ম্যাচেও খেলা হয়নি তার।

 

বাঁহাতি এ পেসারের পরিবর্তে দলে অন্য কাউকে নেওয়া হয়নি। তবে দলে ইতোমধ্যেই দু’জন অলরাউন্ডার রয়েছেন। এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া অ্যান্ডিল পেহলুকওয়াও অজিদের বিপক্ষে তিন ম্যাচ খেলেছেন। আর ডারবানে পারনেলের পরিবর্তে সুযোগ পান ডোয়েইন প্রিটোরিয়াস।

অলরাউন্ডারের ভূমিকায় খেলা পারনেল দেশটির দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইনজুরিতে পড়লেন। এর আগে ক্রিস মরিস ইনজুরিতে পড়ে দুই মাসের জন্য ছিটকে গেছেন।

আগামী ৯ অক্টোবর পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ০৬ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।