ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শের-ই-বাংলা স্টেডিয়ামে কমান্ডো মহড়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
শের-ই-বাংলা স্টেডিয়ামে কমান্ডো মহড়া ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হয়ে গেল সেনাবাহিনীর কমান্ডো মহরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এই মহরায় জিম্মিদশা থেকে খেলোয়াড়দের উদ্ধারের বিষয়টিই প্রাধান্য পায়।

যে কোন সন্ত্রাসী আক্রমণে আটকে পড়া খেলোয়াড়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কৌশলটি মূলত এখানে উঠে আসে।  

আধা ঘণ্টা ব্যাপি চলে কমান্ডোদের এই মহড়া। মহড়ায় অংশ নেয় দুটি হেলিকপ্টারও যেখান থেকে ৫০ জন প্যারা কমান্ডো দুই ধাপে নেমে প্রবেশ করেন মিরপুর একাডেমিতে এরপর সেখানে শুরু করেন কমান্ডো অভিযান।

এই অভিযানটি আয়োজনের মূল লক্ষ্য হলো ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সিরিজে সফরকারীদের দেয়া নিরাপত্তা বিষয়টিকে আরেকবার ঝালিয়ে নেয়া। ইংল্যান্ড সিরিজে যে কোন নাশকতা মোকাবেলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে থাকবে সেনাবাহিনীও। পুলিশ সদস্যরা কোন কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হলে আধা ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হবেন এই কমান্ডো দল।

মহড়ার বিষয়ে ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল এম এম ইমরুল হাসান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির যে কোন প্রয়োজনে অবদান রাখতে সর্বদা অঙ্গিকারাবদ্ধ। বাংলাদেশ সরকার সেনাবাহিনীকে যে কোন দাযিত্ব প্রদান করলে সেটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সব সময় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে থাকি। এরই ধারাবাহকিতায় চলতি বাংলাদশে-ইংল্যান্ড সিরিজের সার্বিক নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ফোর্স ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ান, বাংলাদেশ আর্মি এভিয়েশন, বাংলাদেশ বিমানবাহিনী এবং আইন-শৃঙ্ক্ষলা বাহিনীর অন্যান্য সদস্যদের নিয়ে একটি মহড়া অনুষ্ঠিত হলো। ’         

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৬ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।