ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে টিকিটের জন্য হাহাকার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
মিরপুরে টিকিটের জন্য হাহাকার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বরাবরের মতোই বাংলাদেশের খেলা মানেই টিকিটের জন্য মিরপুরে দর্শকদের উপচে পড়া ভিড়। বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ লাইন বেড়েই চলেছে।

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে তা পুরবি সিনেমা হল ছাড়িয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। দুপুর ১টায় দর্শক প্রবেশের গেট উন্মুক্ত করা হবে।

গতকাল সন্ধ্যা থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়ানো হাজারো ক্রিকেট পাগল দর্শক। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা টাইগার ভক্ত-সমর্থকের সংখ্যাও লক্ষ্যণীয়।

কিন্তু দর্শকের তুলনায় টিকিটের পরিমান নেহাতই কম! নিরাশ হয়ে ফিরবেন জেনেও অনেকেই টিকিট পাওয়ার আশা ছাড়ছেন না। সিলেটের মৌলভিবাজার থেকে আসা মেহেদী হাসান সারারাত থেকে বৃষ্টিতে ভিজে এখনো লাইনে দাঁড়ানো। মেহেদীর মতো এমন অনেক তরুণের চোখেমুখে এক ধরনের অনিশ্চয়তার ছাপ স্পষ্ট, এতো কষ্টের পরও একটি টিকিট হাতে পাবো তো!

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এইচএল/এমআরএম

আরও পড়ুন...
** মিরপুরে ক্রিকেট পাগল দর্শকের দীর্ঘ লাইন (ভিডিও)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।