ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিট প্রত্যাশীদের হটাতে জলকামান (ভিডিওসহ)

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
টিকিট প্রত্যাশীদের হটাতে জলকামান (ভিডিওসহ) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থে‌কে: ‌ভো‌রে বৃ‌ষ্টি‌তে ভেজার পর সকা‌লের রো‌দে কাপড় শু‌কি‌য়ে গে‌ছে। তারপর আবার ধাক্কা-ধা‌ক্কি‌তে ছিঁ‌ড়েছে শার্ট।

এরপর লা‌ঠিচা‌র্জে প‌ড়ে আহত হ‌য়ে রক্ত বের হ‌য়ে‌ছে। তবুও ক্রি‌কেট পাগল জনতা টি‌কিট নেওয়ার জন্য যুদ্ধ করছিলেন।

শেষে যুদ্ধ ভঙ্গ করতে পু‌লিশ ওয়াটার স্প্রে (জল কামান) শুরু ক‌রে। ভঙ্গ হ‌য়ে যায় লাইন। জল কামানে ক্রিকেট পাগল জনতা হটালো পুলিশ।
টিকিট প্রত্যাশীরা এতোটাই ভিড় করেন যে তাদের, লাইন মিরপুর-১১ নম্বর পর্যন্ত গিয়ে পৌঁছে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত পুলিশের উপ-প‌রিদর্শক শ‌হিদ বাংলা‌নিউজ‌কে জানান, অবস্থা নিয়ন্ত্র‌ণের বাই‌রে যাওয়ায় জলকামান থে‌কে ঠাণ্ডা পা‌নি স্প্রে করা হ‌য়ে। এরপরও পারা যায়নি। অনেকে থেকে গেছেন। এর চেয়ে আর বেশি কী করা যায়!

এ‌দি‌কে, হাতে-পা‌য়ে-মাথায় সামান্য আঘাত পে‌য়ে‌ছেন এমন ক্রিকেটপ্রেমী অর্ধশত হবেন। তাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও ফার্মেসিতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এসএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।