ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সৌম্য বাদ, তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
সৌম্য বাদ, তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ সৌম্য সরকার-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। দলে ফিরেছেন ইমরুল কায়েস।

বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন সৌম্য। প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত ইনিংস খেলে সৌম্যর জায়গায় একাদশে ফেরেন ইমরুল। দিবা-রাত্রির এ ম্যাচটিতে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ দল।

ইংল্যান্ড দলে অভিষিক্ত হচ্ছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন ডাকেট।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোশাররফ রুবেল, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।