ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইমরুলের হাফসেঞ্চুরির সঙ্গে বাংলাদেশের দলীয় সেঞ্চুরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
ইমরুলের হাফসেঞ্চুরির সঙ্গে বাংলাদেশের দলীয় সেঞ্চুরি ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: দলে সুযোগ পেয়েই ক্যারিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি করলেন ইমরুল কায়েস। এরই সঙ্গে দলীয় ১০০ রান পূরণ হয় বাংলাদেশের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে বাংলাদেশ।

এর আগে ওপেনার তামিম ইকবালের পর বিদায় নিলেন সাব্বির রহমান। ১১ বলে তিনটি চারে ১৮ করা সাব্বির জ্যাক বলের দ্বিতীয় শিকারে পরিণত হন। ছয় হাকাতে গিয়ে একেবারে বাউন্ডারি লাইনে ডেভিড উইলি তার ক্যাচটি লুফে নেন।

৯.৫ ওভারে অভিষিক্ত জ্যাক বলের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন ড্যাশিং এ ওপেনার ইকবাল। এ সময় টাইগারদের রান ছিল ৪৬।

বেন স্টোকসের সেঞ্চুরি ও জস বাটলারের ঝড়ো অর্ধশতকে ‍আট উইকেট হারিয়ে ৩০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে ইংল্যান্ড। এ ম্যাচটি জিতলেই ইংলিশদের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ ওয়ানডে জয়ের কীর্তি গড়বে টাইগাররা।

শুক্রবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। আন্তর্জাতিক অভিষেকেই ব্যাট হাতে আলো ছড়ান তরুণ ব্যাটসম্যান বেন ডাকেট (৬০)। আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে স্টোকসের সঙ্গে ১৫৩ রানের পার্টনারশিপ গড়েন ২১ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান।

শেষদিকে তিন চার ও চার ছক্কায় ৬৩ রানের (৩৮ বল) বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়েন বাটলার। ৫০তম ওভারের চতুর্থ বলে তিনি সাকিব আল হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন। ইনিংসের শেষ বলটিতে ক্রিস উকসের (১৬) রান আউটে অষ্টম উইকেটের পতন ঘটে।   

দুই ক্যাচ মিসের সুবাদে ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি উদযাপন করেন স্টোকস। ১০১ রান করে থামেন ২৫ বছর বয়সী এ অলরাউন্ডার। ৪২তম ওভারে মাশরাফি বিন মর্তুজার বলে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন তিনি।

মাহমুদউল্লাহ-মোশাররফের ক্যাচ মিসে ব্যক্তিগত ৬৯ ও ৭১ রানে দু’বার জীবন পান স্টোকস। ৩১তম ওভারে তাসকিন আহমেদের বলে মিডঅনে সহজ ক্যাচটি ফেলে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। পরের ওভারেই মাশরাফির স্লোয়ারে ডিপ কাভারে হাওয়ায় ভাসানো ক্যাচটি হাতছাড়া করেন মোশাররফ হোসেন।

এর আগে অষ্টম ওভারে ইংল্যান্ডের দলীয় ৪১ রানের মাথায় বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন শফিউল ইসলাম। ১৬ রান করে মাশরাফি বিন মর্তুজার তালুবন্দি হন ওপেনার জেমস ভিঞ্চি। ১২তম ওভারের দ্বিতীয় বলে জেসন রয়কে (৪১) সাব্বিরের ক্যাচে পরিণত করেন সাকিব আল হাসান। পরের ওভারেই রান আউটের ফাঁদে পড়েন জনি বেয়ারস্টো (০)।

দু’টি করে উইকেট নেন মাশরাফি, সাকিব ও শফিউল।

এ ম্যাচটি জিতলেই ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ ওয়ানডে জয়ের উল্লাসে মাতবে বাংলাদেশ। সবশেষ চারবারের দেখায় তিন ম্যাচেই শেষ হাসি হাসে টিম বাংলাদেশ। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে যায় ইংলিশরা। একদিনের ক্রিকেটে তাদের বিপক্ষে আগের তিনটি জয় আসে ব্রিস্টল, চট্টগ্রাম ও অ্যাডিলেডে। এবার মিরপুরে প্রথমবারের মতো ইংলিশ-বধের অপেক্ষায় স্বাগতিক ক্রিকেটপ্রেমীরা।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে (২-১) ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি সেরে নেয় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে ছন্দে না থাকলেও তৃতীয় ম্যাচেই ১৪১ রানের দাপুটে জয় তুলে নেয় মাশরাফিবাহিনী। যা নিজেদের ক্রিকেট ইতিহাসে ১০০তম ওয়ানডে জয়। এর মধ্য দিয়ে দেশের মাটিতে টানা ষষ্ঠ ওডিআই সিরিজ জেতার গৌরব অর্জন করে টিম বাংলাদেশ।

ফতুল্লায় অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির (১২১) সুবাদে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী ইমরুল কায়েস। বাদ পড়েছেন ফর্মহীনতায় ভোগা সৌম্য সরকার। পেসার আল অামিন হোসেন ও নাসির হোসেনের একাদশে জায়গা হয়নি। এছাড়া, আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের একাদশটি অপরিবর্তিত।

নিজেদের শেষ ওয়ানডে থেকে ছয়টি পরিবর্তন আনে ইংলিশরা। অ্যালেক্স হেলস ও ইয়ন মরগান বাংলাদেশ সফরে আসেননি। ওডিআই সিরিজে বিশ্রামে জো রুট। ইনজুরিতে মার্ক উড ও বাদ পড়েছেন ক্রিস জর্ডান। হেলসের জায়গায় ওপেনিংয়ে জেমস ভিঞ্চি। এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছেন ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান বেন ডাকেট। আর একটি টেস্ট খেলা পেসার জেক বল এবার ওয়ানডেতেও পা রাখলেন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোশাররফ হোসেন, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

ইংল্যান্ড একাদশ: জ্যাসন রয়, জেমস ভিঞ্চি, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস উকস, ডেভিড উইলি, আদিল রশিদ, জেক বল।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।