ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরি দিয়ে আস্থার প্রতিদান দিলেন ইমরুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
সেঞ্চুরি দিয়ে আস্থার প্রতিদান দিলেন ইমরুল ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সৌম্য সরকারের বদলি হিসেব ইমরুলই সেরা, এমন ভাবনা থেকেই নির্বাচকেরা ইমরুল কায়েসকে সেরা একাদশে রেখেছিলেন। ইমরুলকে নিয়ে নির্বাচকদের এমন ভাবনা অবশ্য অবান্তর ছিল না।

কেননা প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ড একাদশের বিপক্ষে ৯১ বলে ১২১ রানের টর্নেডো ইনিংস খেলেন এই টাইগার হার্ডহিটার।
 
প্রস্তুতি ম্যাচের পর এবার সিরিজের প্রথম ওয়ানডেতে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাকিয়ে নির্বাচকদের আস্থার জবাবটি বেশ উঁচু গলায়ই দিলেন ইমরুল। তুলে নিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে শতক।  
 
আর দ্বিতীয় শতক তুলে নিতে শিকার বানালেন ইংলিশদের। এই শতকটি তুলে নিতে খেললেন ১০৫ বল যেখানে চারের মার ছিল ১১টি এবং ছ’য়ের মার ছিল ২টি। আর স্ট্রাইক রেট ছিল ৯৭.১৪।  
 
ইমরুলের প্রথম ওয়ানডে শতকটি এসেছিল আজ থেকে ছয় বছর আগে অর্থাৎ ২০১০ সালে যেখানে প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড।
 
শুক্রবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ইংলিশদের দেয়া ৩১০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ক্রিস ওকসের ওভারের তিন নম্বর বলটিকে স্কয়ার লেগের উপর দিয়ে পাঠালেন সিমানার বাইরে।
 
ছেড়ে দিলেন না ওভারের ছয় নম্বর বলেটিকেও। দ্বিতীয় স্লিপ দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। আর এমন মারমুখি হয়েই ওয়ানেডেতে নিজের দুর্দান্ত প্রত্যাবর্তণ ঘটালেন, জানান দিলেন শুধুই টেস্টই নয় ওয়ানেডেতে আমাকে নিয়মিত না করে উপায় নেই।  
 
এরপর যখনই সুযোগ পেয়েছেন তখনই ব্যাটে কড়া জবাব দিয়েছেন। যখন যে বলটি ঠিক যেভাবে খেলা দরকার খেলেছেন সেভাবেই। কখনও দেখা গেছে খুবই ধীরালয়ে খেলছেন, তার ব্যাট ভীষণ সৌম্য। আবার কখনও একেবারে খাপখোলা তলোয়াড় যা ছিন্ন ভিন্ন করে দিয়েছে সফরকারী ইংলিশদের বোলিং লাইনআপ।
 
বাংলাদেশের প্রয়োজনের মুহূর্তে যখন তামিম, রিয়াদ, মুশফিক, সাব্বিররা ব্যর্থ হয়েছেন তখন একমাত্র ইমরুলই ব্যাট হাতে আলো ছড়িয়েছন। আশার সঞ্চার করেছেন জয় না হোক অন্তত সম্মানজনক হারের।
 
১৫৩ রানে দলের চার টপ অর্ডারদের হারিয়ে বাংলাদেশ যখন অনেকটাই ব্যাকফুটে তখন চালকের আসনে থেকে দলকে এখনও ভাল কিছু করার পথ দেখাচ্ছেন ইমরুলই। এখন দেখার বিষয় হলো সেই ভালোটা দিন শেষে আসলেই কতটুকু ভাল ফলাফল এনে দিতে পারে। না দিতে পারলেও ইমরুলের করার কিছু নেই। একজন ওপেনারের যা করণীয় তিনি তাই করেছেন।       
 
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।