ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে উত্তাল গ্যালারি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে উত্তাল গ্যালারি ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ইমরুল কায়েস ও সাকিব হাসানের নজড়কাড়া ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ইংলিশ-বধে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৬৬ বলে মাত্র ৫৭ রান, হাতে ৬ উইকেট।

ম্যাচের যে সমীকরণ তাতে এগিয়ে বাংলাদেশই।

তাইতো ‘বাংলাদেশ-বাংলাদেশ’ ধ্বনিতে এ মুহূর্তে উত্তাল শের-ই-বাংলা স্টেডিয়াম। প্রতিটি সিঞ্চেলস, বাউন্ডারি আওয়াজ তুলে উদযাপন করছেন স্টেডিয়ামে আসা দর্শকরা। দর্শকদের উচ্ছাসের সঙ্গে রানের ব্যবধানও কমে আসছে দ্রুত।
 
শের-ই-বাংলো স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে এ লড়াইয়ের মূল নায়ক ইমরুল কায়েস। কেউ অফ ফমে থাকলেই একাদশে সুযোগ পাওয়া ইমরুল এবার এসেছেন সৌম্য সরকারের ব্যাটিং ব্যর্থতায়।

ইংলিশদের দেয়া ৩১০ রানের টার্গেট তাড়া করতে নামা ওপেনার ইমরুল অপরাজিত আছেন ১০৬ রানে। আর সাকিব আল হাসান অপরাজিত ৬৪ রানে।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।