ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

সাংবাদিক আসিফের সুস্থতা কামনায় বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
সাংবাদিক আসিফের সুস্থতা কামনায় বিসিবি সভাপতি ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটির সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবালের সুস্থতা কামনা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

হৃদরোগে আক্রান্ত আসিফ ইকবালকে দেখতে শনিবার (০৮ অক্টোবর) মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে যান পাপন।

এ সময় তার সঙ্গে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, বিসিবি পরিচালক জালাল ইউনুস ও ইসমাইল হায়দার মল্লিক।
 
বিসিবি সভাপতি আসিফ ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নেন ও সুস্থতা কামনা করেন।
 
শুক্রবার (০৭ অক্টোবর) বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে চলাকালে শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসবক্সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আসিফ ইকবাল।

পরে সহকর্মী ও বিসিবির কমকর্তারা তাকে স্টেডিয়াম সংলগ্ন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করেন। বর্তমানে সিসিইউ-২ এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষনে রেখেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।