ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কাপালির শতকে বড় সংগ্রহের পথে সিলেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
কাপালির শতকে বড় সংগ্রহের পথে সিলেট কাপালি ও রাজিন সালেহ-ছবি:সংগৃহীত

ঢাকা: অলোক কাপালির অপরাজিত ১০৫ রানে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮১ রানের সংগ্রহ পেয়েছে সিলেট বিভাগ।

এর আগে শনিবার (৮ অক্টোবর) ফতুল্লার খান সাহেব ওসামান আলী স্টেডিয়ামে চট্টগ্রাম বিভগের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নামে সিলেট।

আর ব্যাটিংয়ে নেমে অলোক কাপালির ১০৫ ও রাজিন সালেহর ৫১ রানে ৫ উইকেটে ২৮১ রানের সংগ্রহ গড়ে সিলেট বিভাগ।

দলের হয়ে ব্যাট হাতে ৩২ রানের ইনিংস খেলেন জাকির হাসান। চট্টগ্রামের হয়ে বল হাতে ইফতেখার সাজ্জাদ ২টি, মোহাম্মদ সাইফুদ্দিন, বেলাল হোসেন ও সাইদ সরকার নিয়েছেন ১টি করে উইকেট।

বিকেএসপিতে দিনের অপর ম্যাচে রাজশাহী বিভোগের বোলিং তোপে ৬ উইকেটে ১৭২ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে রংপুর বিভাগ।

রংপুরের হয়ে ব্যাট হাতে তানভির হায়দার আউট হয়েছেন সর্বোচ্চ ৫৩ রানে। তবে দিন শেষে ৪৬ রানে অপরাজিত আছেন সোহরাওয়ার্দী শুভ।

রাজশাহীর হয়ে বল হাতে ফরহাদ রেজা ৩টি, মুক্তার আলী ও মামুন হোসেন নিয়েছেন ১টি করে উইকেট।
 
এদিকে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে নুরুল হাসান সোহানের অপরাজিত ৫৪ ও জিয়াউর রহমানের অপরাজিত ৩৯ রানে ঢাকা মেট্রোপলিটনের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে খুলনা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটনের হয়ে বল হাতে শহীদুল ইসলাম ও সৈকত হোসেন ২টি করে ও আরাফাত সানি নিয়েছেন ১টি করে উইকেট।

অন্যদিকে আব্দুল মজিদের ৯৬ ও রনি তালুকদারের ৮৪ রানে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছে ঢাকা বিভাগ।

দিন শেষে ঢাকার হয়ে তাইবুর রহমান ৩৩ ও নাদিফ চৌধুরী অপরাজিত আছেন ব্যক্তিগত ২৯ রানে।

বরিশালের হয়ে বল হাতে মনির হোসেন ৪টি ও সোহাগ গাজী নিয়েছেন ১টি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৮ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।