ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ভারতের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ভারতের দিন ছবি:সংগৃহীত

ঢাকা: বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে তিন উইকেট হারিয়ে ২৬৭ রান করেছে ভারত। অপর ব্যাটসম্যান আজিঙ্কে রাহানে ৭৯ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।

 

ইন্দোরে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামা ভারতের অবশ্য শুরুটা ভালো হয়নি। দলীয় ২৬, ৬০ ও ১০০ রানে প্রথম তিন ‍উইকেট হারায় স্বাগতিকরা। দুই বছর পর জাতীয় দলে ফেরা গৌতম গম্ভির মাত্র ২৯ রান করে আউট হন।

পরের গল্পটা কোহলি ও রাহানের। দু’জনে মিলে ১৬৭ রানের অপরাজিত জুটি গড়ে মাঠ ছাড়েন। কোহলি তুলে নেন ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি।

কিউই বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট, জিতেন প্যাটেল ও মিচেল স্ট্রান্টনার।

প্রথম দুই জিতে ভারত ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ০৮ অক্টোবর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।