ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিট বিক্রি চলছে, দীর্ঘ লাইনে অপেক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
টিকিট বিক্রি চলছে, দীর্ঘ লাইনে অপেক্ষা ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ খেলা মাঠে বসে দেখার টিকিট পেতে প্রত্যাশীদের ঢল নেমেছে মিরপুরে।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সবার নিরন্তর অপেক্ষা, সোনার হরিণের মতো একটি টিকিটের জন্য।

রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মিরপুর ১০ নম্বরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্থাপিত বুথ থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে টিকিটপ্রত্যাশীদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।

উচ্ছ্বসিত এই দর্শকের সঙ্গে আলাপে জানা যায়, তাদের অনেকে একটিমাত্র টিকিট পেতে শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যা থেকেই লাইনে দাঁড়িয়েছেন। রোববার সকালে সে লাইনে দাঁড়াতে জনসমুদ্র নামে যেন মিরপুরে।  
শনিবার রাত থেকে টিকিটের জন্য লাইনের দাঁড়িয়ে রয়েছেন জনি। তিনি বাংলানিউজকে বলেন, “আমি ক্রিকেটের চরম ভক্ত। বাংলাদেশ হারুক জিতুক খেলা দেখবোই।  এরইমধ্যে অপেক্ষার ১২ ঘণ্টা পার হয়েছে। কোনো ঝামেলা না হলে আমি টিকিট পাবো। মারামারি লাগলে লাইনে ঝামেলা হবে। ”

জনির মতো অনেক নারী ক্রিকেটপাগলকেও অপেক্ষায় দেখা যায় দীর্ঘ লাইনে।

এদেরই একজন অনিমা। তিনি ভোর ৪টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। অনিমা বলেন, “ভোর হওয়ার আগেই এখানে এসেছি। এসে দেখি কয়েকশ’ মানুষ দাঁড়িয়ে গেছে। ” 

তিনি আশঙ্কার কথা জানিয়ে বলেন, “এদের বেশির ভাগই খেলা দেখে না। খেলা শুরুর পর কালোবাজারে টিকিট বিক্রি করবে। ”

হাসিব নামে এক ক্রিকেটপাগল বলেন, “১৫ ঘণ্টা ধরে টিকিটের জন্য বসে আছি। আজকের ওয়ানডে ম্যাচে বাংলাদেশ যদি জিতে তাহলে কষ্ট সার্থক হবে। আশা করি, বাংলাদেশ ভালোভাবে কামব্যাক করবে। ”

ক্রিকেটপ্রেমীদের লাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সহিদ বাংলানিউজকে বলেন, টিকিটপ্রত্যাশীরা গতকাল রাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। নিজেরা যদি বিশৃঙ্খলা না করেন, তবে সুষ্ঠুভাবে টিকিট নিয়ে ফিরতে পারবেন।

নির্ধারিত দুপুর আড়াইটায় শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে বা সিরিজ নির্ধারণী খেলা।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এমসি/এইচএ/

আরও পড়ুন
** মিরপুরে দ্বিতীয় ওয়ানডের টিকিট বিক্রি চলছে
** সিরিজে ফেরার প্রত্যাশায় বুক বাঁধছে সবাই
** ‘টাইগারদের খেলা দেখবো, টিকিট চাই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।