ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

টিকিট না পেয়ে বিক্ষুদ্ধ টাইগার ভক্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
টিকিট না পেয়ে বিক্ষুদ্ধ টাইগার ভক্তরা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিরপুর ইনডোর স্টেডিয়ামের বুথ থেকে বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি শেষ হয়েছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে টিকিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেট পাগল দর্শকরা।

বোরবার (৯ অক্টোবর) মিরপুর ২ নম্বর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের সামনে স্থাপিত বুথ থেকে সকাল সাড়ে ১০টায় টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ১টার পর বিক্রি বন্ধ করা হয়। গতকাল রাত থেকে টিকিটের জন্য মানুষ দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে ছিলো।

এরপরও টিকিট না পাওয়ায় ক্রিকেটপ্রেমীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন শৃঙ্খলাবাহিনী মারমুখী অবস্থান নেয়। পানি ছিটিয়ে, লাঠি নিয়ে ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

শাহরুখ নইম এক ক্রিকেটপ্রেমী জানান, মাঝরাত থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখন বলছে টিকিট শেষ। কার মাথা গরম হবে না? কালোবাজারিদের কারণে আমাদের মতো প্রকৃত খেলা প্রেমিকরা আজকে টিকিট পায়নি। পুলিশ জানে, কারা কালোবাজারি। কিন্তু জানার পরও তারা কিছু বলে না।

কৃর্তপক্ষ জানায়, লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীদের জন প্রতি একটি করে টিকিট দেওয়া হয়েছে। এছাড়া মাইকিং করে একটির বেশি টিকিট না চাওয়ারও অনুরোধ করা হয়েছে।

পল্লবী থানার ওসি দাদন ফকির বাংলানিউজকে বলেন, টিকিটের সংখ্যা সীমিত। এ অবস্থায় সবাই টিকিট পাবে এটা ভাবা কঠিন। টিকিটের সংকটের বিষয়টি মেনে নিয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি না করে চলে যাওয়া উচিত সবার।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৬
এমসি/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।