ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

নাসির দলে, স্বস্তি ফিরেছে টাইগার সমর্থকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
নাসির দলে, স্বস্তি ফিরেছে টাইগার সমর্থকদের ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: লাল-সবুজের পতাক উড়ছে, কেউ বয়ে নিয়ে যাচ্ছেন। কেউ কপালে, গালে রয়েল বেঙ্গল টাইগারদের আঁকছেন তুলির আঁচরে।

আবার কেউবা প্রিয় তারকা মাশরাফির নাম লিখেছেন গালে। বলছিলাম মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের কথা।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে এভাবেই স্টেডিয়াম ও স্টেডিয়ামের বাইরে দেখা গেল টাইগার সমর্থকদের।

রোববার (৯ অক্টোবর) দুপুরে স্টেডিয়াম সংলগ্ন এলাকায় প্রবেশ করতেই দেখা গেল অগনিত দর্শক মাঠের বাইরে দাঁড়িয়ে আছেন। কেউ টিকিট হাতে মাঠে প্রবেশের অপেক্ষায় আবার কেউবা টিকিট না পেয়ে হতাশাগ্রস্থ অবস্থায়।

যারা টিকিট পেয়েছেন তাদের মধ্যে লক্ষ্য করা গেল বাড়তি উদ্দীপনা। যেন অসধ্য সাধন করেছেন। সত্যিইতো তাই। টিকিটের এমন আকালের দিনে সেটা পাওয়াটা সোনার হরিণ পাওয়ার মতই কিছু। সেই সোনার হরিণ হাতে ভাগ্যবানদের কাছে জানতে চাওয়া হলো অনুভূতি । ‘অনেক কষ্ট করে টিকিট পেয়েছি। ভাল লাগছে এটা ভেবে যে ইংল্যান্ডের বিপেক্ষে  টাইগারদের ঘুরে দাঁড়ানোর ম্যাচটি মাঠে বসে দেখতে পারবো তাই। ’

কীভাবে বুঝলেন বাংলাদেশ আজ ঘুরে দাঁড়োবে? ‘নাসির আজ দলে জায়গা পেয়েছে। ওর মত ফিনিশার থাকলে চিন্তার আর কি আছে? গত ম্যাচেও আমরাই জিততাম যদি নাসির থাকতো। দেখবেন আজ আমরা কত ভাল খেলি। বড় ধরনের কোন দুর্ঘটনা না ঘটলে আজ আমরাই জিতবো। ’

তবে তাদের কথাই ফলে যাক। নাসিরকে নিয়ে স্বপ্নের জাল বোনা এই সর্থকেদের দু’য়ার বরকতে ইংল্যান্ডের বিপেক্ষে আরও একটি জয়ের তিলক পড়ুক লাল সবুজের দল। আরেকবার জয়ের উল্লাসে মেতে উঠুক ১৬ কোটি মানুষের এই ব-দ্বীপ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ৯ অক্টোবর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।