ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

৪ হাজারি ক্লাবে মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
৪ হাজারি ক্লাবে মুশফিক ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ব্যক্তিগত চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ‘মি: ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৪০০০ রানের মাইলফলকে পৌঁছাতে মুশফিকের প্রয়োজন ছিল ১২ রান।

ইনিংসের ১৭তম ওভারে আদিল রশিদের বলে সিঞ্চেল নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের এমন কীর্তি গড়েন এ ডানহাতি ব্যাটসম্যান।

এর আগে ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৫ এর বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে চার হাজার রান পূর্ন করেন সাকিব। চার হাজার রানের মাইলফলকে পৌঁছাতে সাকিবের লেগেছে ১৪২ ম্যাচে ১৩৬ ইনিংস।

ওই বিশ্বকাপেই দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডতে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে চার হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তামিম। তামিমের লেগেছিল ১৩৬ ম্যাচ।

২০০৬ সালে হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মুশফিকের। আজকের ম্যাচ সহ মোট ১৬৩টি ওডিআই খেলছেন তিনি। যেখানে আগের ইনিংসগুলোতে ছিল তিনটি সেঞ্চুরি ও ১৫টি হাফেসেঞ্চুরি। অবশ্য শেষ চার ইনিংসে বেশ সুবিধে করতে পারেননি তিনি। করেছেন যথাক্রমে ৬, ৩৮, ১২ ও ১২।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ০৯ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।